AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বুমরার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বিশেষ পরামর্শ রবি শাস্ত্রীর

Ravi Shastri on Jasprit Bumrah: আগামী ২০ জুন থেকে ৪ অগস্ট অবধি ইংল্যান্ড সফরে ৫টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দলকে বিশেষ পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।

বুমরার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বিশেষ পরামর্শ রবি শাস্ত্রীর
বুমরার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বিশেষ পরামর্শ রবি শাস্ত্রীরImage Credit: X
| Updated on: Apr 27, 2025 | 3:52 PM
Share

কলকাতা: ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) দীর্ঘদিন বাদে মাঠে ফিরেছেন চোট সারিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের ম্যাচে খেলতে দেখা যাচ্ছে। ধীরে ধীরে নিজের পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছেন। আইপিএলের পর ভারতীয় টিম যাবে ইংল্য়ান্ড সফরে। সেই সফরের জন্য বিরাট-রোহিতদের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) এ বার ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এক পরামর্শ দিয়েছেন। জসপ্রীত বুমরার জন্য টিম ম্যানেজমেন্টের কী করা উচিত, সে কথাও বলেছেন শাস্ত্রী।

জসপ্রীত বুমরার মতো বোলার স্বাভাবিকভাবেই বিপক্ষের ত্রাস। কিন্তু তাঁকে টানা খেলালে চাপ হতে পারে। বুমরার মতো বিশ্বমানের বোলারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি শাস্ত্রী বলতে চেয়েছেন সেটাই। আইসিসির এক রিভিউতে রবি শাস্ত্রী বলেছেন, ‘আমি হলে বুমরাকে নিয়ে সব সময় সতর্ক থাকতাম। আমি ওকে দুটি টেস্ট ম্যাচ খেলাতাম এবং তারপর বিরতি দিতাম। অপেক্ষা করতাম। আবার ওকে দিয়ে চারটি বা পাঁচটি ম্যাচও খেলানো যেতে পারে। যদি ও শুরুটা ভালো করে, যদি ওর শরীর চাঙ্গা থাকে। তবে এক্ষেত্রে ওর মতামত নেওয়া উচিত। যদি ও বলে অস্বস্তি বোধ করছে, বিরতি লাগবে। তা হলে ওকে তখন বিরতি দেওয়া উচিত।’

ভারতীয় টিমকে বুমরার কাজের চাপ ম্যানেজ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি শাস্ত্রী এও বলেন যে, ‘আমি মনে করি মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সামি এই তিনজন যদি পুরোপুরি ফিট থাকে, তা হলে ওরা ইংল্যান্ডকে অনেক সমস্যায় ফেলবে। এবং এই তিনজন ফিট থাকলে ভারতের একটা উচ্চমানের মানের পেস আক্রমণ বিভাগ থাকবে।’