
ম্যাঞ্চেস্টারে ম্যারাথন স্কোর ইংল্যান্ডের। এই মাঠে এটিই সর্বাধিক টেস্ট স্কোর এক ইনিংসে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। লর্ডস টেস্টে দুর্দান্ত সুযোগ ছিল ভারতের কাছে সিরিজে এগিয়ে যাওয়ার। কিন্তু ১৯৩ রানের টার্গেট তাড়া করে জিততে পারেনি ভারত। মরিয়া চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাডেজা এবং লোয়ার অর্ডারে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। শেষ অবধি মাত্র ২২ রানে হার। সিরিজে টিকে থাকতে ম্যাঞ্চেস্টারে হার বাঁচাতে হবে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে ইনিংস হার আটকানোই দায়।
ভারতের ৩৫৮ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড করল ৬৬৯ রান। রবীন্দ্র জাডেজা ৪ উইকেট নেন। ম্যাচের তৃতীয় দিন ছিল জো রুটের নামে। কেরিয়ারের ৩৮তম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। শুধু তাই নয়, রাহুল দ্রাবিড়, জ্যাক কালিস ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিকে রানের নিরিখে ছাপিয়ে গিয়েছিলেন। তাঁর সামনে এখন শুধুই সচিন তেন্ডুলকর। রুটের ১৫০-র পর বেন স্টোকসের ১৪১ রানের বিশাল ইনিংস। মাত্র ৫৪ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ব্রাইডন কার্স।
সেঞ্চুরি পেরোনোর পর থেকেই বিধ্বংসী রূপ বেন স্টোকসের। বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে দ্রুত রান তোলার চেষ্টা করেন। শেষ অবধি বড় শট খেলতে গিয়েই আউট। ১৪১ রানের ইনিংসে ১১টি বাউন্ডারির পাশাপাশি তিনটি ওভার বাউন্ডারি মারেন। সব মিলিয়ে ৩১১ রানের লিড ইংল্যান্ডের। ম্যাচের এখনও দেড় দিনের বেশি বাকি। ইনিংস হার বাঁচাতে ৩১২ রান করতেই হবে ভারতকে। এরপর পরবর্তী ভাবনা।