
এশিয়া কাপ শুরু কাল। বুধবার অভিযান শুরু করবে ভারতীয় দল। প্রথম প্রতিপক্ষ আরব আমির শাহি। ভারতের একাদশ কী হতে পারে, এই নিয়ে চর্চা তুঙ্গে। এখনও অবধি প্র্যাক্টিসে যা ইঙ্গিত, একাদশের অনেকটাই পরিষ্কার। স্কোয়াড ঘোষণার পর থেকে একটা প্রশ্ন বারবার ঘুরছে, সঞ্জু স্যামসন নাকি শুভমন গিল? বিশেষ করে ভাইস ক্যাপ্টেন করে টি-টোয়েন্টিতে শুভমনকে ফেরানোর পরই এই জল্পনা শুরু হয়। ম্যাচের দু-দিনের আগের প্র্যাক্টিসে পরিস্থিতি কিছুটা যেন খোলসা হল। কী হতে পারে প্রথম ম্যাচে ভারতের একাদশ?
গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে ওপেন করেছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এই জুটি সাফল্য়ও পেয়েছে। শুধু তাই নয়, সঞ্জু স্যামসন অবিশ্বাস্য পারফর্ম করেছেন। কিন্তু শুভমন গিল স্কোয়াডে। তিনিও ওপেনার। তার উপর ভাইস ক্য়াপ্টেন। প্র্যাক্টিসেও যা দেখা গেল তাতে মনে করা হচ্ছে, শুভমন-অভিষেক জুটিকেই ওপেনিংয়ে দেখা যাবে। তিনে তিলক ভার্মা, চারে ক্য়াপ্টেন স্কাই। পাঁচে রিঙ্কু সিং কিংবা হার্দিক পান্ডিয়া। রইল বাকি কিপার-ব্যাটার প্রসঙ্গ। সঞ্জু স্যামসন টপ অর্ডারে জায়গা না পেলে একাদশে তাঁর থাকার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, মিডল অর্ডারে কিপার-ব্যাটার তথা ফিনিশার হিসেবে রয়েছেন জীতেশ শর্মা।
প্র্যাক্টিস সেশনে জীতেশ শর্মা দীর্ঘ সময় নেটে কাটালেন। অন্যদিকে, সঞ্জু স্যামসনকে কার্যত একাকী সময় কাটাতে দেখা গেল। যা নিয়ে জল্পনা বাড়ছে। সেরা কম্বিনেশনের কথা ভাবলে সঞ্জুকে টপ অর্ডারেই খেলানোর কথা। যদিও শুভমন গিলকে ভবিষ্যতে টি-টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবেও দেখা হচ্ছে। এখনও অবধি যা পরিস্থিতি টেস্ট এবং টি-টোয়েন্টিতে শুভমনকে ক্য়াপ্টেন করা হবে। বিশ্বকাপের পরই হয়তো সিদ্ধান্ত। তাই এখন থেকেই তৈরি করা হচ্ছে তাঁকে। তিলক-অভিষেকরা টানা ব্যর্থ হলে হয়তো সুযোগ মিলতে পারে সঞ্জুর।