
কলকাতা: বিশ্বের টেস্ট খেলিয়ে দেশগুলোর যখনই টেস্ট সিরিজ শেষ হয়, তারপর খোঁজ পড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ হেরেছে টিম ইন্ডিয়া। এরপর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) পয়েন্ট টেবলের অবস্থা কেমন, সেই খোঁজ করছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। তাতে কোনওরকম স্বস্তির জায়গা নেই টিম ইন্ডিয়ার। কারণ দেশের মাটিতে শেষ ৭ টেস্ট ম্যাচের মধ্যে ৫টিতে হেরেছে ভারত। যার সরাসরি প্রভাব পড়েছে WTC পয়েন্ট টেবলে।
১) অস্ট্রেলিয়া – ৪টি টেস্টে খেলে ৪টিতেই জিতেছে। পয়েন্ট ৪৮। জয়ের শতকরা হার ১০০.০০।
২) দক্ষিণ আফ্রিকা – ৪টি টেস্টে খেলে ৩টিতে জিতেছে। আর ১টিতে হেরেছে প্রোটিয়ারা। পয়েন্ট ৩৬। জয়ের শতকরা হার ৭৫.০০।
৩) শ্রীলঙ্কা – ২টি টেস্টে খেলে ১টি জয়, ১টি ড্র। পয়েন্ট ১৬। জয়ের শতকরা হার ৬৬.৬৭।
৪) পাকিস্তান – ২টি টেস্টে খেলে ১টিতে জিতেছে। আর ১টিতে হেরেছে পাকিস্তান। পয়েন্ট ১২। জয়ের শতকরা হার ৫০.০০।
৫) ভারত – চলতি WTC চক্রে এখনও অবধি সবচেয়ে বেশি ৯টি টেস্টে খেলেছে টিম ইন্ডিয়া। তাতে ৪টি জয়। ৪টি হার। ১টি ড্র। পয়েন্ট ৫২। জয়ের শতকরা হার ৪৮.১৫।
৬) ইংল্যান্ড – ৬টি টেস্টে খেলে ২টিতে জিতেছে। ৩টি হেরেছে আর ১টি ড্র। পয়েন্ট ২৬। জয়ের শতকরা হার ৩৬.১১।
৭) বাংলাদেশ – ২টি টেস্টে খেলে ১টি ড্র, ১টি হার। জয় নেই। পয়েন্ট ৪। জয়ের শতকরা হার ১৬.৬৭।
৮) ওয়েস্ট ইন্ডিজ – ৫টি টেস্টে খেলে ৫টিতেই হেরেছ। ক্যারিবিয়ানরা যেহেতু এখনও অবধি একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি, তাই তাদের পয়েন্ট ০। জয়ের শতকরা হার ০.০০।
৯) নিউজিল্যান্ড – নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনও কোনও টেস্ট খেলেনি কিউয়িরা।
এখন থেকেই এই প্রশ্নটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়নি। কারণ টুর্নামেন্টের লম্বা পথ বাকি। ভারত দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ফাইনালে ওঠার সম্ভবনা যে টিম ইন্ডিয়ার কমেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই WTC চক্রে বাকি থাকা সিরিজগুলো টিম ইন্ডিয়া জিতলে ফলাফল অন্য হতে পারে। তবে এখানে বড় প্রভাব ফেলবে বাকি টিমগুলোর টেস্ট সিরিজের রেজাল্ট।
এ বছর আর টিম ইন্ডিয়ার কোনও টেস্ট সিরিজ নেই। ২০২৬ সালের অগস্টে আগামী বছর টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তখন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত। তারপর অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। আর ভারতের মাটিতে ফের টেস্ট সিরিজ হবে সেই ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। সেখানে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৫ টেস্টের এই সিরিজই ভারতের জন্য আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ অ্যাসাইনমেন্ট। এরপর ফাইনালে ভারত উঠতে পারলে সেখানে দেখা যাবে গম্ভীরের ছেলেদের খেলতে।