AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Tour of England: সামি, শ্রেয়স নেই ইংল্যান্ড সফরের দলে? সুযোগ পেতে পারেন করুণ, সরফরাজ

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আগামিকাল আসন্ন ইংল্যান্ড টেস্ট সফরের জন্য ভারতীয় ক্রিকেট দলের দল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। দলের ক্যাপ্টেন হিসেবে কাকে রাখা হবে সকলের চোখ সেই দিকেই।

India Tour of England: সামি, শ্রেয়স নেই ইংল্যান্ড সফরের দলে? সুযোগ পেতে পারেন করুণ, সরফরাজ
India Tour of England: সামি, শ্রেয়স নেই ইংল্যান্ড সফরের দলে? সুযোগ পেতে পারেন করুণ, সরফরাজImage Credit: X
| Edited By: | Updated on: May 23, 2025 | 6:17 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আগামিকাল আসন্ন ইংল্যান্ড টেস্ট সফরের জন্য ভারতীয় ক্রিকেট দলের দল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। দলের ক্যাপ্টেন হিসেবে কাকে রাখা হবে সকলের চোখ সেই দিকেই। যেহেতু পাঁচ টেস্টের লম্বা সিরিজ খেলতে যাচ্ছে ভারত, তাই ১৬-এর বদলে ১৮ সদস্যের দল ইংল্য়ান্ডে নিয়ে যাওয়া হবে বলে মনে করা হচ্ছে। ফলে ক্যাপ্টেন ছাড়া আরও ১৭ জন খেলোয়াড়কে নির্বাচিত করা হবে। কাদের থাকার সম্ভাবনা রয়েছে এই ১৮ জনের স্কোয়াডে?

ওপেনার হিসাবে মোটামুটি জায়গা পাকা যশস্বী জয়সওয়ালের। কিন্তু রোহিত শর্মার পরিবর্ত কে? দ্বিতীয় ওপেনারের দাবিবার চারজন। অস্ট্রেলিয়া সিরিজে রোহিতের পরিবর্তে ওপেন করেছিলেন লোকেশ রাহুল। কিন্তু শোনা যাচ্ছে, শুভমন গিলকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। অন্য ওপেনার হিসেবে লড়াইয়ে আছেন সাই সুদর্শন। অভিমন্যু ঈশ্বরণও ওই জায়গার জন্য প্রবল দাবিদার। কিন্তু তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা কম। রাহুল, শুভমন ও সুদর্শনের মধ্য়ে একজন ওপেন করবেন। বাকি দু’জন তিন এবং চার নম্বরে। পাঁচ নম্বরের জন্য দাবিদার করুণ নায়ার, সরফরাজ খান ও শ্রেয়স আইয়ার। তিনজনের কেউই অস্ট্রেলিয়ায় খেলেননি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শ্রেয়সকে হয়তো নেওয়া হবে না টেস্ট দলে। রঞ্জিতে শ্রেয়স ব্যাট হাতে কিন্তু সরফরাজ বা করুণ নায়ারের মতো সফল ছিলেন না।

ছয় এবং সাত নম্বরের জন্য় ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাডেজা রয়েছেন। বেশ কিছুদিন ধরেই তাঁরা ওই জায়গায় খেলছেন। তবে পন্থের ফর্ম খুব একটা ভালো নয়। তবে আইপিএলের থেকে টেস্ট অনেকটাই আলাদা। যদি পন্থের বিকল্প হিসেবে ধ্রুব জুরেলকে টিমে রাখা হতে পারে। ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় স্পিনার-অলরাউন্ডার হতে পারেন। ইংল্য়ান্ডের শুকনো পিচের কথা ভেবে তাঁকে দলে রাখা হতে পারে। দু’জন পেস বোলার অলরাউন্ডার হিসেবে থাকবেন নীতিশ কুমার রেড্ডি এবং শার্দুল ঠাকুর। আগের অস্ট্রেলিয়া সফরেও খেলেছিলেন নীতীশ কুমার রেড্ডি।

মোট পাঁচজন ফাস্ট বোলার এবং একজন স্পিনারকে রাখা হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী স্পষ্ট ইঙ্গিত মিলছে, মহম্মদ সামি বাদ পড়তে পারেন দল থেকে। সামির চলতি ফর্ম এবং ফিটনেসকে কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। এমনও মনে করা হচ্ছে, দিনে ১০ ওভার বল করার মতো জায়গায় তিনি আছেন কিনা, তা বোর্ডও জানে না। বুমরাহ পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন। সিরাজ হতে পারেন সঙ্গী। তৃতীয় পেসার হতে পারেন প্রসিধ কৃষ্ণা। অস্ট্রেলিয়ায় একটি ম্য়াচ খেলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ভালো খেলছেন। আকাশ দীপ এবং হর্ষিত রানার জন্য খুলতে পারে টেস্ট টিমের দরজা। অংশুল কম্বোজ, খলিল আহমেদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কিষীণ। তবে অর্শদীপ সিংয়ের উপর আস্থা রাখতে পারে বোর্ড। বাঁ হাতি পেসার ইংল্যান্ডের কন্ডিশনে সফল হতে পারেন। এর আগে কাউন্টিও খেলেছেন। যে কারণে তাঁকে টেস্ট টিমে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

একমাত্র রিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব সুযোগ পেতে পাবেন বলে মনে করা হচ্ছে। পিচ কেমন থাকবে তার উপর নির্ভর করবে, এক না দুই স্পিনার নিয়ে নামবে ভারত। তবে দুই স্পিনার হলে জাডেজার সঙ্গী হিসেবে কুলদীপকে দেখা যেতে পারে।