AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suryakumar Yadav: শুধু ৩৬০ ডিগ্রি নয়, ‘মিস্টার ক্রিকেট’ হওয়াই লক্ষ্য সূর্যকুমার যাদবের!

Suryakumar Yadav T20I Captain: দ্রুতই সাদা বলে ভারতের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে ওঠেন। গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন সূর্য। এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও। সেটা ছিল ভারপ্রাপ্ত দায়িত্ব। এ বার শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টিতে নেতা করা হয়েছে সূর্যকে। মনে করা হচ্ছে, তাঁকে স্থায়ী নেতা হিসেবেই বহাল করা হল।

Suryakumar Yadav: শুধু ৩৬০ ডিগ্রি নয়, 'মিস্টার ক্রিকেট' হওয়াই লক্ষ্য সূর্যকুমার যাদবের!
Image Credit: INSTAGRAM
| Updated on: Jul 22, 2024 | 7:52 PM
Share

অভিষেক কবে হল সেটা বড় কথা নয়। সূর্যকুমার যাদবের নজরে ইমপ্যাক্ট। এ বিষয়ে তাঁর আদর্শ মাইকেল হাসি। সূর্যকুমার যাদবের বাবাও এই জিনিসটিই বুঝিয়ে এসেছেন। শুধু ৩৬০ ডিগ্রি ক্রিকেটার নয়, বরং মিস্টার ক্রিকেট হওয়াতেই নজর! বিষয়টা ঠিক কী? শুরু থেকে শুরু করা প্রয়োজন। আন্তর্জাতিক ক্রিকেটে মাইকেল হাসির অভিষেক হয়েছিল অনেক পর। ২৮ বছরে তাঁর ওয়ান ডে অভিষেক হয়। ৩০ বছরে টেস্ট অভিষেক। অনেকেই বলেছিলেন, বুড়ো বয়সে অভিষেক। কিন্তু অবসর নিয়েছিলেন একজন সফল ক্রিকেটার হিসেবেই। বিশ্ব ক্রিকেটে তিনি পরিচিত মিস্টার ক্রিকেট নামে। সেই মাইকেল হাসির মতোই যেন শুরু সূর্যকুমার যাদবের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে খেলছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু জাতীয় দলের দরজা খুলছিল না কিছুতেই। প্রত্যেকবার দল ঘোষণার সময় অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করতেন। হতাশাই জুটত। অবশেষে ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক সূর্যকুমার যাদবের। সে সময় তাঁর বয়স ৩০। দ্রুতই সাদা বলে ভারতের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে ওঠেন। গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন সূর্য। এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও। সেটা ছিল ভারপ্রাপ্ত দায়িত্ব। এ বার শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টিতে নেতা করা হয়েছে সূর্যকে। মনে করা হচ্ছে, তাঁকে স্থায়ী নেতা হিসেবেই বহাল করা হল।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ বছরে অভিষেক করলেও হতাশা ঘিরে ধরেনি সূর্যকুমার যাদবকে। ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন শো-তে এই প্রসঙ্গে জানিয়েছেন, একটা সময়ের পর তাঁর বাবাও বুঝতে পেরেছিলেন, ক্রিকেট ছাড়া ছেলে অন্যকিছুতে আগ্রহী নয়। ফলে তাঁকে আটকে লাভ নেই। সূর্যর কথায়, ‘বাবা যেন ধরেই নিয়েছিল আমার দ্বারা পড়াশোনায় এগনো সম্ভব নয়। তাই যতক্ষণ না আমি হাল ছাড়ছি, ক্রিকেট নিয়ে কিছু বলেননি। আমার স্ত্রীর সঙ্গে একদিন আলোচনা করছিলাম। ও আমাকে বোঝায় কী করছি? শুধু আইপিএল কিংবা ঘরোয়া ক্রিকেট তো ভবিষ্যৎ হতে পারে না!’

স্ত্রী-র সঙ্গে সেই আলোচনার পরই আলাদা ফোকাস সূর্যর। ব্যাটিং টেকনিক থেকে ফিটনেস, ডায়েট সব কিছু নিয়ে আলাদা করে পরিকল্পনা করতে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আর ঘুরে দাঁড়াতে হয়নি। টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার হয়েছেন। টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন। ৩০-এ অভিষেক হলেও মিস্টার ক্রিকেটের মতোই ইমপ্যাক্ট রেখে যেতে চান স্কাই।

বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?