Indian Cricket: ইংল্যান্ডে বৈভব সূর্যবংশী, ক্যাপ্টেন আয়ুষ মাহত্রে; রয়েছেন বাংলার পেসারও
India U19 Tour of England: ইংল্যান্ড সফরে ওয়ান ডে এবং মাল্টি ডে ফরম্যাটে খেলবে ভারতের যুব দল। তারই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মুম্বইয়ের তরুণ ক্রিকেটার আয়ুষ মাহত্রে ক্যাপ্টেন। আইপিএলে শুরুতে অবশ্য সুযোগ পাননি আয়ুষ।

প্রত্যাশিত ছিল। হলও তাই। ইংল্যান্ড সফরে যাচ্ছেন আইপিএলের নতুন সেনসেশন বৈভব সূর্যবংশী। ক্যাপ্টেন করা হয়েছে আয়ুষ মাহত্রেকে। আইপিএলের আগেও ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন তাঁরা। কিন্তু এ বার পরিস্থিতি আলাদা। পরিচিতি বেড়েছে, প্রত্যাশাও। আইপিএলের মেগা অকশনেই বৈভব সূর্যবংশীকে ১ কোটি দশ লক্ষ টাকায় নিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই তিনিই প্রথম বার আইপিএলে নেমে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ন হয়ে উঠেছেন। শুধু তাই নয়, ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তাঁর দখলেই।
ইংল্যান্ড সফরে ওয়ান ডে এবং মাল্টি ডে ফরম্যাটে খেলবে ভারতের যুব দল। তারই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মুম্বইয়ের তরুণ ক্রিকেটার আয়ুষ মাহত্রে ক্যাপ্টেন। আইপিএলে শুরুতে অবশ্য সুযোগ পাননি আয়ুষ। চেন্নাই সুপার কিংস তাঁকে মরসুমের মাঝপথে সই করিয়েছে। সুযোগ কাজে লাগিয়েছেন। আরসিবির মাঠে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন। বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছেন চেন্নাই সুপার কিংসের এই তরুণ ব্যাটার। তেমনই অনূর্ধ্ব ১৯ দলে নিয়মিত সুযোগ পাওয়া বাংলার পেসার যুধাজিৎ গুহ ইংল্যান্ড সফরের স্কোয়াডেও রয়েছেন।
ইংল্যান্ড সফর শুরু হবে ২৪ জুন। ৫০ ওভারের একটি ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে। ২৭ জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ। দুটি আনঅফিসিয়াল টেস্ট বা চারদিনের ম্যাচ হবে ১২-১৫ জুলাই ও ২০-২৩ জুলাই।
ঘোষিত অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল- আয়ুষ মাহত্রে, বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, মল্লরাজসিং ছাবড়া, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (ভাইস ক্যাপ্টেন-কিপার), হরবংশ সিং (কিপার), অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা, অনম্যোলজিৎ সিং
স্ট্যান্ডবাই প্লেয়ার- নমন পুষ্পক, দীপেশ, বেদান্ত ত্রিবেদী, বিকল্প তিওয়ারি, অলংকৃত রাপোলে (কিপার)
