Ind vs Aus, BGT 2023: এখানে ভারত অপ্রতিরোধ্য, তৃতীয় টেস্টের নয়া ভেনু দেখে চাপে কামিন্সরা

Holkar Stadium: ধর্মশালা স্টেডিয়াম থেকে সরে নতুন ভেনুতে খেলা হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। যে স্টেডিয়াম ভারতীয় দলের কাছে স্বর্গরাজ্য।

Ind vs Aus, BGT 2023: এখানে ভারত অপ্রতিরোধ্য, তৃতীয় টেস্টের নয়া ভেনু দেখে চাপে কামিন্সরা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 1:51 PM

কলকাতা: পাহাড়ে কোলে, কনকনে ঠান্ডায় খেলতে হবে না পাঁচদিনের টেস্ট ম্যাচ। ভারত বনাম অস্ট্রেলিয়া (Ind vs Aus) টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ সরে গিয়েছে অন্যত্র। বিসিসিআইয়ের তরফে নয়া ভেনুর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। যে স্টেডিয়ামের নাম শুনে প্রবল চাপে সফরকারী দল।  অন্যদিকে কান এঁটো করা হাসি ভারতীয় দলের অন্দরে (Border-Gavaskar Trophy)। এমনিতে নাগপুর টেস্টে ইনিংসে হেরে মুখ চুন হয়েছে অস্ট্রেলিয়ার। লড়ে হারলে বাহবা প্রাপ্য ছিল। কিন্তু পিচ নিয়ে প্রবল হইচই তোলা অজিরা ভারতের স্পিন অস্ত্রের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে। সেদেশের প্রাক্তন ক্রিকেটাররা প্যাট কামিন্স, স্টিভ স্মিথদের ধুয়ে দিচ্ছেন। তারই মাঝে সময়ের মধ্যে মাঠ তৈরি না হওয়ায় ধর্মশালা স্টেডিয়াম থেকে তৃতীয় টেস্ট সরে যাওয়ায় প্রমাদ গুণছে প্যাট কামিন্স অ্যান্ড কোম্পানি। কিন্তু কেন? বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ধর্মশালা স্টেডিয়ামে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি ও আউটফিল্ডে পর্যাপ্ত ঘাসের ঘনত্ব না থাকায় ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এ বার তৃতীয় টেস্ট খেলা হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। ১ থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে ম্যাচ। হোলকার স্টেডিয়ামে ভারতীয় দলের স্বর্গরাজ্য বলে ধরা হয়। টেস্ট, হোক বা সীমিত ওভারের ম্যাচ, হোলকার স্টেডিয়ামে এখনও ম্যাচ হারেনি ভারত। এখনও পর্যন্ত ইন্দোরে দুটি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। দুটোই ভারতের পক্ষে। ২০১৬ সালে এখানেই নিউজিল্যান্ডকে ৩২১ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলেন বিরাট কোহলিরা। সে বার ভারত জিতেছিল ইনিংস ও ১৩০ রানে। এছাড়া মোট ৭টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলা হয়েছে। সবকটি ম্যাচেই বিজয়ী ভারত।

এমন পরিসংখ্যান বিপক্ষ দলের ক্যাপ্টেনের কপালে যে ভাঁজ ফেলবে তাতে আশ্চর্যের কী? সিরিজে এইমুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। হারের ক্ষত নিয়ে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে নামবে অজিরা। নাগপুরে নাস্তানাবুদ করার পর কোটলার মাঠেও অজিদের ফাঁদে ফেলার সবরকম পরিকল্পনা সেরে ফেলেছে টিম ইন্ডিয়া। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।