IND vs ENG: বোলিংয়ে শুধুই বুমরা! পোপের সেঞ্চুরিতে পাল্টা লড়াই ইংল্যান্ডের
India Vs England 1st Test: ভারতের ইনিংস শেষ হয় ৪৭১ রানে। অথচ যে পরিস্থিতিতে ছিল ভারত, অন্তত সাড়ে পাঁচশো রান করা উচিত ছিল। বোলিংয়ে ভারতকে এখনও অবধি ম্যাচে রেখেছেন জসপ্রীত বুমরাই।

লিডস টেস্টের প্রথম দিন ভারতকেই অ্যাডভান্টেজ মনে হয়েছিল। এমনকি দ্বিতীয় দিনের বেশির ভাগ সময়ই। শুভমন গিলের বড় ইনিংসের পর ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থও সেঞ্চুরি করেন। সব মিলিয়ে ভারতের ইনিংসে তিনটি সেঞ্চুরি। লিডসে ২২ বছর আগের স্মৃতিও ফিরেছে। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের শেষ দিকটা বড্ড এলোমেলো। টেস্টে আট বছর পর প্রত্যাবর্তন করতে নামা করুণ নায়ার খাতাই খুলতে পারেননি। ভারতের ইনিংস শেষ হয় ৪৭১ রানে। অথচ যে পরিস্থিতিতে ছিল ভারত, অন্তত সাড়ে পাঁচশো রান করা উচিত ছিল। বোলিংয়ে ভারতকে এখনও অবধি ম্যাচে রেখেছেন জসপ্রীত বুমরাই।
টেস্ট জিততে হলে রান করা নিঃসন্দেহে জরুরি। কিন্তু তার চেয়েও জরুরি প্রতিপক্ষের ২০টা উইকেট নেওয়া। এমন পরিস্থিতি তৈরি হল অনেক। কিন্তু দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় ইংল্যান্ডই। স্লিপ কর্ডনে বেশ কিছু হাফ চান্স মিস হয়েছে। তেমনই ভারতীয় বোলারদের নো-বলের বহর ক্রমশ বাড়ল। প্রথম ইনিংসে ইতিমধ্যেই সব মিলিয়ে সাতটি নো বল করেছে ভারত। যার মধ্যে একটি অনেক বেশি মূল্যবান হয়ে দাঁড়িয়েছে।
ওলি পোপের সেঞ্চুরি। ৩ উইকেটে ২০৯ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। তিনটি উইকেটই জসপ্রীত বুমরার দখলে। দিনের শেষ ওভারে বুমরা আরও একটি উইকেট পেতে পারতেন। হ্যারি ব্রুক পুল করলেও তা শর্ট মিড উইকেটে ক্যাচ নেন সিরাজ। সেলিব্রেশনের আগেই হতাশা। নো-বলের সিগন্যাল আম্পায়ারের। নয়তো চার উইকেটে দিন শেষ করতে পারতেন বুমরা। ভারত তুলনামূলক ভালো জায়গায় থাকতো। তবে বুমরা ছাড়া বাকি বোলাররা যে চিন্তার ভাঁজ ফেললেন, বলাই যায়। অপেক্ষা তৃতীয় দিন দুর্দান্ত বোলিংয়ের। ভারতীয় শিবিরে আরও একটা প্রাপ্তি বলা যেতে পারে, জো রুটের উইকেট।
