Shubman Gill: কিং কোহলির জায়গায় নেমে সেঞ্চুরি প্রিন্সের, এলিট ক্লাবে শুভমন গিল

India Vs England 1st Test: এমআরএফ-এর লোগো দেওয়া ব্যাটই দেখা গেল চার নম্বরে। ক্যাপ্টেন শুভমন গিল নামলেন। ওপেন করেছেন দীর্ঘ দিন। যশস্বী টিমে আসার পর তিনে ব্যাটিং শুরু করেন শুভমন। টেস্ট ক্রিকেটের আধুনিক যুগ যেন শুরু হয়ে গেল।

Shubman Gill: কিং কোহলির জায়গায় নেমে সেঞ্চুরি প্রিন্সের, এলিট ক্লাবে শুভমন গিল
Image Credit source: Gareth Copley/Getty Images

Jun 20, 2025 | 10:35 PM

রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুই কিংবদন্তি সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাঁদের পরবর্তী সময়ে প্রথম সিরিজ। আগ্রহ ছিল, বিরাটের চার নম্বর পজিশনে কে ব্যাট করবেন? প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, আট বছর পর টেস্টে কামব্যাক করা অভিজ্ঞ করুণ নায়ারকে চারে নামানো হতে পারে। তবে এমআরএফ-এর লোগো দেওয়া ব্যাটই দেখা গেল চার নম্বরে। ক্যাপ্টেন শুভমন গিল নামলেন। ওপেন করেছেন দীর্ঘ দিন। যশস্বী টিমে আসার পর তিনে ব্যাটিং শুরু করেন শুভমন। টেস্ট ক্রিকেটের আধুনিক যুগ যেন শুরু হয়ে গেল।

ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্ট ক্যাপ্টেন্সি অভিষেকেই সেঞ্চুরির রেকর্ড ছিল বিজয় হাজারে, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার, বিরাট কোহলির মতো কিংবদন্তিদের। এ বার এই তালিকায় নাম লেখালেন শুভমন গিল। ক্যাপ্টেন্সি অভিষেক, সেই এমআরএফ ব্যাট এবং চার নম্বরে নেমে সেঞ্চুরি, হেলমেট খুলে মাথানত করে গ্যালারিকে সম্মান জানানো। দেশের বাইরে দ্বিতীয় সেঞ্চুরি, এশিয়ার বাইরে প্রথম। ১৪০ বলে দুর্দান্ত একটা ড্রাইভে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন। সব মিলিয়ে কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

ইংল্যান্ডের মাটিতে শুভমন শেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সার্বিক ভাবে ইংল্যান্ডে এর আগে তিনটে টেস্ট খেলেছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাজমেন্ট দিতে গিয়ে বোল্ড হয়েছিলেন। প্রবল সমালোচনাও হয়েছিল। ক্যাপ্টেন হিসেবে পরীক্ষা। তেমনই ব্যাটিংয়ে কিং কোহলির জায়গায় নামা। সব মিলিয়ে পাহাড়প্রমাণ চাপ। সিরিজের শুরুতেই সেঞ্চুরিটা যেন সব চাপ দূরে সরিয়ে দিল।