AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মোতেরায় দর্শক ফেরাতে মরিয়া বিসিসিআই

বোর্ড সুত্রের খবর, সবকিছু পরিকল্পনা মতো এগোলে, ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজে মাঠে আবার দর্শকদের দেখা যেতে পারে। তবে ফুল হাউজ নয়, মোট দর্শক আসনের কিছু অংশ খোলা হতে পারে।

মোতেরায় দর্শক ফেরাতে মরিয়া বিসিসিআই
মোতেরায় দর্শক ফেরাতে মরিয়া বিসিসিআই। (সৌজন্যে-টুইটার)
| Updated on: Jan 24, 2021 | 1:52 PM
Share

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ (India vs England), ভারতের মাটিতে আবার ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এই সিরিজ থেকেই দেশের মাঠে দর্শক ফেরাতে মরিয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। চার টেস্টের সিরিজ থেকেই গ্যারালিতে দর্শকদের ঢোকার অনুমতি দিতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোশিয়েসন সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে চেন্নাইতে অনুষ্ঠিত হতে চলা দুটি টেস্টের কোনও টিকিট তারা বিক্রি করবে না। খেলা হবে ক্লোজড ডোরে।

আরও পড়ুন: এফএ কাপে পিছিয়ে পড়েও জয় ম্যাঞ্চেস্টার সিটির

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোশিয়েসনের ঘোষণার পর টেস্ট সিরিজে দর্শকদের মাঠে ফেরানোর পরিকল্পনা থেকে সরে এসেছে বোর্ড। মোতেরায় (Motera) পরবর্তী দুটি টেস্টও ক্লোজড ডোরে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। টেস্ট সিরিজের পরিকল্পনা ছেড়ে এবার টি-২০ (T20) সিরিজে মাঠে দর্শকদের আনার পরিকল্পনা শুরু করেছে বিসিসিআই। প্রয়োজন শুধু সরকারের অনুমতি। ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের ম্যাচ গুলি হবে মোতেরার নতুন স্টেডিয়ামে।

আরও পড়ুন:  লাল-হলুদ জার্সিতে নতুন ইনিংস শুরু সুব্রত পালের

বোর্ড সুত্রের খবর, সবকিছু পরিকল্পনা মতো এগোলে, ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজে মাঠে আবার দর্শকদের দেখা যেতে পারে। তবে ফুল হাউজ নয়, মোট দর্শক আসনের কিছু অংশ খোলা হতে পারে। ইংল্যান্ডের ভারত সফর শেষ হবে ২৮ মার্চ। তারপরই ঢাকে কাঠি পরবে আইপিএলের। টি-২০ লিগে দর্শকদের মাঠে আনতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ক্রিকেট মহলের মতে, ভারত-ইংল্যান্ড সিরিজেই তার মহড়া সেরে রাখতে চাইছে বিসিসিআই। সেই জন্যই তারা মরিয়া ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজে দর্শকদের জন্য গ্যালারির দরজা খুলে দিতে।

আরও পড়ুন: বেঞ্জেমার জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল