IND vs ENG Report: ক্যাপ্টেন-ডেপুটির অনবদ্য ইনিংস, কটকেই সিরিজ নিশ্চিত রোহিতদের

India vs England 2nd ODI, Cuttack: মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের। কিন্তু প্রথম ম্যাচের সেই অস্বস্তি থাকলই। জয়ের খুব কাছে পৌঁছে পরপর উইকেট হারানো। যা একেবারেই কাম্য নয়।

IND vs ENG Report: ক্যাপ্টেন-ডেপুটির অনবদ্য ইনিংস, কটকেই সিরিজ নিশ্চিত রোহিতদের
Image Credit source: BCCI

Feb 09, 2025 | 9:55 PM

ঘরের মাঠে ইংল্য়ান্ডকে টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে হারিয়েছিল ভারত। ওয়ান ডে-তেও টানা দু-ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল। নাগপুরের পর কটকে জয়। এ দিন বারাবতি স্টেডিয়ামে ক্যাপ্টেন রোহিত শর্মার সেঞ্চুরি, ভাইস ক্য়াপ্টেন শুভমন গিলের অনবদ্য ইনিংস। প্রথম ম্যাচের মতোই চার উইকেটে জয়। মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের। কিন্তু প্রথম ম্যাচের সেই অস্বস্তি থাকলই। জয়ের খুব কাছে পৌঁছে পরপর উইকেট হারানো। যা একেবারেই কাম্য নয়।

টস জিতে ব্য়াটিং নিয়েছিল ইংল্যান্ড। শুরুটা বিধ্বংসী হলেও শেষ দিকে ভারতীয় বোলাররা ম্যাচে ফেরে। ইংল্যান্ডকে শেষ অবধি ৩০৪ রানেই অলআউট করেছিল ভারত। ৩০৫ রানের টার্গেট নিঃসন্দেহে বড়। টপ অর্ডার ভালো পারফর্ম করলে টার্গেট পূরণ সবসময়ই সহজ হয়ে যায়। সেটাই করেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও ভাইস ক্য়াপ্টেন শুভমন গিল। ওপেনিং জুটিতেই যোগ করেন ১৩৬ রান। তাও মাত্র ১৬.৩ ওভারেই।

রোহিত শর্মা কেরিয়ারের ৩২ তম ওডিআই সেঞ্চুরি করেন মাত্র ৭৬ বলে। এরপরও দাপটের সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। সুযোগ ছিল ওয়ান ডে ক্রিকেটে ১১ হাজারের ক্লাবে যোগ দেওয়ারও। অল্পের জন্য সেটা হয়নি। মাত্র ৯০ বলে ব্যক্তিগত ১১৯ রানে ফেরেন রোহিত। শুভমন গিল ৫২ বলে ৬০ রান করেন। শ্রেয়স আইয়ার গত ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন। এ দিন রান আউট হন। ৪৪ রান করেন শ্রেয়স।

অক্ষর প্যাটেল ৪৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। উল্টোদিক থেকে লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ার উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়েছিল ভারত। তবে অক্ষরের সঙ্গে বাকি পথটা নিয়ে যান রবীন্দ্র জাডেজা। ৪৪.৩ ওভারেই জয়ের লক্ষ্য পার ভারতের।