লখনউ: বিশ্বকাপে হাফডজন ম্যাচ জিতল রোহিত শর্মার ভারত। টস জিতে লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে টিম ইন্ডিয়া। মাত্র ২৩০ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডকে থামাতে নামে ভারত। তাতে জ্বলে ওঠেন মহম্মদ সামি, জসপ্রীত বুমরারা। ৩৪.৫ ওভারে ১২৯ রান তুলে গুটিয়ে যায় ইংল্যান্ড। যার ফলে ১০০ রানে এই ম্যাচ জিতে নিলেন রোহিত-বিরাটরা। ৪টি উইকেট নেন সামি, ৩টি উইকেট বুমরার, ২টি উইকেট নেন কুলদীপ আর একটি উইকেট নেন রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডকে হারানোর ফলে ফের বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষস্থান ফিরে পেল ভারত। এই ম্যাচের হাইলাইটসের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
বোর্ডে মাত্র ২২৯ রান। সামনে গত বারের চ্যাম্পিয়ন। ফর্মে না থাকলেও ইংল্য়ান্ড যে কোনও সময়ই ভয়ঙ্কর। আর এত কম রানের পুঁজি নিয়ে তাদের আটকানো সহজ নয়। কিন্তু সেটাই এত সহজ হবে, বুমরা-সামি জুটিতে বোলিংয়ের আগে বোঝা যাচ্ছিল না। রান তাড়ায় দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। মনে হচ্ছিল, লখনউয়ে অবশেষে ‘হাসি’ ফিরবে ইংল্যান্ড প্লেয়ারদের মুখে। তবে মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরা জুটির হাড়হিম করা বোলিং, মাঝের ওভারে কুলদীপ-জাডেজার ধারাবাহিকতা, ভারতকে ১০০ রানের বিশাল জয় এনে দিল।
পড়ুন বিস্তারিত: IND vs ENG Match Report: সামি-বুমরা জুটিতে হাড়হিম করা বোলিং, সেমিফাইনালে এক পা ভারতের
ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জিতল রোহিত শর্মার ভারত। একইসঙ্গে পয়েন্ট টেবলে শীর্ষস্থান ফিরে পেল মেন ইন ব্লু।
আজ লখনউয়ে এই নিয়ে চতুর্থ উইকেট নিলেন মহম্মদ সামি। ৩৪তম ওভারের শেষ বলে সামি তুলে নিলেন আদিল রশিদের উইকেট। একেবারে স্টাম্প ছিটকে দেন সামি।
ইংল্যান্ড শিবিরে পরপর ধাক্কা দিচ্ছেন ভারতীয় বোলাররা। কুলদীপ যাদব তুলে নিলেন লিয়াম লিভিংস্টোনের উইকেট। ২৭ রান করে মাঠ ছাড়লেন তিনি।
২৩.১ ওভারে মইন আলির উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। ৩১ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন মইন আলি।
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে ফেরালেন কুলদীপ যাদব। মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বাটলার। ১৬ ওভারের প্রথম বলে পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড। জয়ের জন্য ইংল্যান্ডের এখনও প্রয়োজন ১৭৮ রান।
অষ্টম ওভারের শেষ বলে বেন স্টোকসের উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি। এ বার দশম ওভারের প্রথম বলে সামি তুলে নিলেন জনি বেয়ারস্টোর উইকেট। ১৪ রান করে মাঠ ছাড়লেন বেয়ারস্টো।
বেন স্টোকসকে ফেরালেন মহম্মদ শামি। শূন্য় হাতেই ফিরলেন তিনি।
প্রথমে মালান ও পরে জো রুটকে ফেরালেন বুমরা।
১৬ রানের মাথায় ডেভিড মালানকে ফেরালেন বুমরা।
রান তাড়া করতে নামল জস বাটলার, বেন স্টোকসরা।
জিততে হলে বাটলারদের চাই ২৩০ রান।
হাল ধরতে নেমে ফিরলেন সূর্য্যকুমার যাদব।
হাল ধরতে এসে মাতের ৮ রান করেই ফিরলেন জাডেজা।
লিভিংস্টোনের অনবদ্য ক্যাচ। শতরানের মুখ থেকে ফিরলেন রোহিত। ১০১ বলে ৮৭ করেই প্যাভিলিয়নের দিকে এগিয়ে যান হিট ম্যান।
ফের উইকেট। এ বার ফিরলেন লোকেশ রাহুল। তাঁকে ফেরালেন উইলি।
৬৬ বলে হাফ সেঞ্চুরি এল রোহিত শর্মার ব্যাটে।
ফের ধাক্কা ভারতীয় শিবিরে। এ বার ফিরলেন শ্রেয়স আইয়ার। তাঁকে ফেরালেন ক্রিস ওকস।
ডেভিড উইলি তুলে নিলেন বিরাট কোহলির উইকেট। সহজ ক্যাচ বেন স্টোকসের। কোহলিকে ফিরিয়ে বিরাট উচ্ছ্বসিত দেখায় উইলিকে। তিনি জানেন কত বড় উইকেট তুলে নিলেন তিনি। শূন্যে ফিরলেন বিরাট।
চতুর্থ ওভারের শেষ বলে ভারতীয় ওপেনার শুভমন গিলকে ফেরালেন ক্রিস ওকস। ৯ রান করে ফিরলেন শুভমন।
ওপেনিংয়ে শুভমন গিল ও রোহিত শর্মা।
বিস্তারিত পড়ুন: টসের পর কী বলছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা?
টস জিতে রোহিতদের ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংলিশ অধিনায়ক জস বাটলারের।
বিস্তারিত পড়ুন: নবাবের শহরে ছয়ে ছয় করার লক্ষ্যে ভারত, মরণ-বাঁচন ম্যাচ ইংল্যান্ডের