IND vs ENG, ICC WC Match Preview: নবাবের শহরে ছয়ে ছয় করার লক্ষ্যে ভারত, মরণ-বাঁচন ম্যাচ ইংল্যান্ডের
India vs England, ICC ODI World Cup 2023: ভারতের মাটিতে চলতি ৫০ ওভারের বিশ্বকাপে এখনও অবধি ৫টি করে ম্য়াচ খেলেছে ভারত এবং ইংল্যান্ড। মেন ইন ব্লু টানা ৫ ম্যাচ জিতেছে। দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট-রোহিতরা। অবশ্য পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে পয়েছে ভারত। অন্যদিকে হারের হ্যাটট্রিক করা ইংল্যান্ড রয়েছে পয়েন্ট টেবলের ১০ নম্বরে।
লখনউ: বিশ্বকাপে (ICC ODI World Cup) টানা ছয় ম্যাচ জিততে হলে রোহিত শর্মার ভারতকে (India) আজ হারাতে হবে ইংল্যান্ডকে (England)। টানা তিন ম্যাচে হেরে বিধ্বস্ত গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই পরিস্থিতিতে জস বাটলাররা আজ নামবেন দুরন্ত ছন্দে থাকা ভারতের বিরুদ্ধে। চলতি বিশ্বকাপে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেনি ইংল্যান্ড। লখনউতে আজ মেন ইন ব্লুর বিরুদ্ধে কোন পরিকল্পনা কাজে লাগায় ইংল্যান্ড সেটাই দেখার। একদিকে ভারতের সামনে সুযোগ সেমিফাইনালের দৌড়ে আরও এগিয়ে যাওয়ার। অন্যদিকে ইংল্যান্ড হারলেই স্টোকস-বাটলারদের জন্য টুর্নামেন্টের বিদায়ঘণ্টি বেজে যাবে। বিস্তারিত জানুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেট এ বারের বিশ্বকাপে দেখা যায়নি। লখনউতে কি আজ অন্য পরিকল্পনা কাজে লাগাবেন জস বাটলাররা? ভারতীয় পেসার জসপ্রীত বুমরা দুরন্ত ছন্দে রয়েছেন। রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবের স্পিন জুটিও ফর্মে আছে। যা বাটলার-স্টোকসদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। টানা ৫ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় শিবির। অন্যদিকে হারের হ্যাটট্রিকের পর কার্যত ইংল্যান্ডের আত্মবিশ্বাস তলানিতে। এই পরিস্থিতিতে ভারতকে হারিয়ে দিলে ক্রিকেট প্রেমীরা অবাকই হবেন। টিম ইন্ডিয়ার লক্ষ্য অবশ্য ইংল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ফিরে পাওয়া।
ওডিআই বিশ্বকাপে এই দুই দলের হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে মোট ৮ বার সাক্ষাৎ হয়েছে। তাতে ইংল্যান্ড জিতেছে ৪ বার, ভারতের জয় তিন বার এবং ১টি ম্যাচ অমীমাংসিত।
লখনউয়ে অবশ্য মইন আলি ও আদিল রশিদের স্পিন জুটি অবশ্য যে কোনও মুহূর্তে জ্বলে উঠতে পারে। সেক্ষেত্রে চাপে পড়ে যেতে পারেন ভারতের ব্যাটাররা। তারকা অলরাউন্ডার বেন স্টোকস ইংল্যান্ডের একাদশে ফিরেছেন। অন্যদিকে ভারত এই ম্যাচেও চোটের কারণে পাবে না হার্দিক পান্ডিয়াকে। অবশ্য তাতে ভারতের সমস্যা হওয়ার কথা নয়। কারণ এই মুহূর্তে বিশ্বকাপে সেরা ছন্দে রয়েছেন ভারতের বাকি ক্রিকেটাররা। তাই টিম ইন্ডিয়ার উইনিং কম্বিনেশনেও বদল হওয়ার সম্ভবনা কম। অন্যদিকে ইংল্যান্ড ঘুরিয়ে ফিরিয়ে ১৫ জন ক্রিকেটারকেই টুর্নামেন্টে খেলিয়েছে। তাতে প্রাপ্তি ৫ ম্যাচের মাত্র ১টিতে জয়। এ বার দেখার লখনউয়ে কি ভারতকে হারিয়ে হাসি ফুটবে ইংলিশ ব্রিগেডের মুখে, নাকি ছয়ে ছয় করবে ভারত।