ICC ODI World Cup 2023:ফের চোট আতঙ্ক ভারতীয় শিবিরে, ইংল্যান্ডের বিরুদ্ধে কি নেই রোহিত শর্মা?
Rohit Sharma: ম্যাচের আগে শনিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে অনুশীলনে নেমেছিলেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। সেখানে ব্যাটিং করার সময় কবজিতে চোট পান রোহিত। চোট পাওয়ার সঙ্গে-সঙ্গে নেট ছাড়েন তিনি। এরপর তাঁকে তড়িঘড়ি ফিজিওর কাছে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে কি বেন স্টোকসদের বিরুদ্ধে নেই রোহিত?ভারতীয় শিবিরে এমনিতেই একের পর এক চোট আতঙ্ক। চোট পেয়ে বিশ্বকাপে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া। ফলে স্বাভাবিক ভাবেই রোহিতের চোট চিন্তা বাড়িয়েছে ভারতীয় শিবিরে।
লখনউ: আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপরই মহাযুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে মাঠে নামার আগেই চোট আতঙ্ক ভারতীয় শিবিরে। চোট পেয়েছেন দলের অধিনায়ক রোহিত শর্মা। শনিবার ফাইনাল অনুশীলনে কবজিতে চোট পান হিট ম্য়ান। এখন কেমন আছেন তিনি? তবে কি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে পাওয়া যাবে না বিরাটদের ক্যাপ্টেনকে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ম্যাচের আগে শনিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে অনুশীলনে নেমেছিলেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। সেখানে ব্যাটিং করার সময় কবজিতে চোট পান রোহিত। চোট পাওয়ার সঙ্গে-সঙ্গে নেট ছাড়েন তিনি। এরপর তাঁকে তড়িঘড়ি ফিজিওর কাছে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে কি বেন স্টোকসদের বিরুদ্ধে নেই রোহিত? ভারতীয় শিবিরে এমনিতেই একের পর এক চোট আতঙ্ক। চোট পেয়ে বিশ্বকাপে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া। ফলে স্বাভাবিক ভাবেই রোহিতের চোট চিন্তা বাড়িয়েছে ভারতীয় শিবিরে।যদিও রোহিতকে প্রাথমিকভাবে পরীক্ষা করে ফিজিও জানিয়েছেন, চোট গুরতর নয়। তবে দলের তরফে রোহিতের চোট নিয়ে এখনও কোনও আপডেট মেলেনি এখনও। যদি আজকের ম্যাচে রোহিতকে না পাওয়া যায়, তবে তা ভারতীয় শিবিরের জন্য বড় ধাক্কা হবে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছাড়া সব ম্যাচেই রানের দেখা পেয়েছেন। ৫ ম্যাচ খেলে রোহিতের ঝুলিতে ৩১১ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে আজ খেললে অধিনায়ক হিসাবে দেশকে ১০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়বেন রোহিত। ক্রিকেট বিশ্বে এই কৃতিত্ব রয়েছে ৪৮ জন কিংবদন্তির। এই তালিকায় এ বার নাম লেখাতে চলেছেন রোহিত। কিন্তি সবটাই নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উপর।