সিডনি: টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভ পর্বে পর পর দুটো ম্যাচে জিতল রোহিত শর্মার ভারত (India)। আজ সিডনিতে স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। নেট রান রেটের কথা মাথায় রেখে সিডনিতে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে ভারত। ডাচদের সামনে টার্গেট ছিল ১৮০। ভারতের হয়ে সর্বাধিক রান করেন বিরাট (৬২*)। অধিনায়ক রোহিত করেন ৫৩। সূর্যকুমার যাদব ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে নেদারল্যান্ডস। ফলে ৫৬ রানের ব্যবধানে আজ জিতল টিম ইন্ডিয়া। ডাচদের বিরুদ্ধে ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন ও অর্শদীপ সিং। ১টি উইকেট পেয়েছেন মহম্মদ সামি। ১ ওভার বল করে ৯ রান দিয়ে কোনও উইকেট পাননি হার্দিক। ডাচদের হয়ে সর্বাধিক রান করেছেন টিম প্রিঙ্গল (২০)।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরার পুরস্কার পেলেন সূর্যকুমার যাদব।
চলতি টি২০ বিশ্বকাপে পাকিস্তানের পর, নেদারল্যান্ডসের বিরুদ্ধেও জিতল ভারত। সুপার-১২ পর্বে মোট ৬ পয়েন্ট পেল ভারত।
অর্শদীপ সিং ফেরালেন ফ্রেড ক্লাসেনকে। টিম ইন্ডিয়া রিভিউ নিয়ে সফল হয়। ভারতের জয়ের জন্য আর ১টি উইকেট প্রয়োজন।
৩ রান করে লোগান ভ্য়ান বিক ফিরলেন ড্রেসিংরুমে। অর্শদীপ সিংয়ের প্রথম শিকার হলেন বিক।
ভারতের বিরুদ্ধে সিডনিতে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৬ রান তুলল নেদারল্যান্ডস। ডাচদের ইনিংস বাকি আর ৩ ওভারের। ক্রিজে শারিজ আহমেদ ও লোগান ভ্য়ান বিক।
ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। ৫ রান করে ড্রেসিংরুমে ফিরলেন এডওয়ার্ডস।
টিম প্রিঙ্গলের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। ২০ রান করে মাঠ ছাড়লেন টিম
এক ওভারে জোড়া উইকেট হারিয়ে ফেলল ডাচরা। ১২ বলে ৯ রান করে মাঠ ছাড়লেন টম কুপার।
১৭ রান করে মাঠ ছাড়লেন কলিন অ্যাকারম্যান। তৃতীয় উইকেট হারিয়ে ফেলল নেদারল্যান্ডস।
অক্ষরের তৃতীয় শিকার বাস ডি লিড। ২৩ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন বাস।
অক্ষর প্যাটেলের আরও একটা উইকেট হতে পারত। কলিন অ্যাকারম্যান উইকেট ছেড়ে বেরিয়েছিলেন। দীনেশ কার্তিক বলই ধরতে পারেননি।
পঞ্চম ওভারে আক্রমণে বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল। দ্বিতীয় বলেই উইকেট। ম্যাক্স ও’ডডকে বোল্ড করেন অক্ষর। স্কুপ শট খেলতে গিয়ে উইকেট ওপেন করেন ম্যাক্স। স্ট্রেট ডেলিভারি উইকেট ভেঙে দেয়।
ডাচদের ইনিংসের ৩ ওভারের খেলা শেষ। প্রথম ৩ ওভারের মধ্যে নেদারল্যান্ডসের ওপেনার বিক্রমজিৎ সিংয়ের উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার।
তৃতীয় ওভারের দ্বিতীয় বলে বিক্রমজিৎ সিংয়ের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। ৯ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বিক্রম। প্রথম ধাক্কা খেল ডাচরা।
নেদারল্যান্ডসের টার্গেট ১৮০। রান তাড়া করতে নামল ডাচদের ওপেনিং জুটি বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডড
ভারতীয় ইনিংসের টার্নিং পয়েন্ট অবশ্য বিরাট কোহলি-সূর্যকুমার যাদব জুটি
পড়ুন বিস্তারিত- T20 World Cup 2022: বিরাট-সূর্য জুটিতে নেদারল্যান্ডসকে ১৮০ রানের লক্ষ্য দিল ভারত
ভারতের ইনিংস শেষ। প্রথম ইনিংসের সেরা পারফর্মার হলেন বিরাট কোহলি। ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে গেলেন ভিকে। এই ইনিংস গড়ার পথে তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি চার ও ২টি ছয়।
১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৫৪। সূর্যকুমার ব্যাট করছেন ৩৫ রানে। বিরাট রয়েছেন ৫৩ রানে।
ক্লাসেনের বলে ছয় মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ভিকে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি বিরাট কোহলির ৩৫তম হাফসেঞ্চুরি।
অর্ধশতরানের পরই উইকেট দিয়ে বসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (৫৩)। ফ্রেড ক্লাসেনের বলে রোহিত ফিরলেন প্যাভিলিয়নে। কলিন অ্যাকারম্যানের ক্যাচ।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিডনিতে ৩৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চলতি বছরের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ বার হাফসেঞ্চুরি করেছিলেন রোহিত। যদিও সেই ম্যাচে হেরে গিয়েছিল ভারত।
৯.৩ ওভারে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করল বিরাট-রোহিত জুটি
ভারতের ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। ক্রিজে রোহিত শর্মা ও বিরাট কোহলি।
তৃতীয় ওভারের মাথায় লোকেশ রাহুলের উইকেট হারিয়ে ফেলল ভারত। ১২ বল খেলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন কেএল।
ভারতের ইনিংসের প্রথম ওভার শেষ। কোনও উইকেট না হারিয়ে ৭ রান তুলেছে টিম ইন্ডিয়া।
টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে নামলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল। নেট রান রেট বাড়ানোর জন্য ডাচদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং বাছল ভারত।
সিডনিতে আজ দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন।
নেদারল্যান্ডসের একাদশ: ম্যাক্স ও’ডড, কলিন অ্যাকারম্যান, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), টিম প্রিঙ্গল, শারিজ আহমেদ, লোগান ভ্য়ান বিক, ফ্রেড ক্লাসেন, পল ফান মিকেরেন।
টসে জিতে নেদারল্যান্ডসদের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচ শেষ হলেই ভারত বনাম নেদারল্যান্ডস ম্য়াচের টস হবে।
রোহিতদের বিরুদ্ধে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে নেদারল্যান্ডস।
পড়ুন বিস্তারিত: IND vs NED: অঘটন ঘটাতে তৈরি নেদারল্যান্ডস, সিডনিতে রোহিতদের সমস্যায় ফেলবেন যাঁরা
তারকাখচিত ভারতীয় দলের সামনে নেদারল্যান্ডসকে আন্ডারডগ টিম বলাই যায়।
পড়ুন বিস্তারিত : IND vs NED: প্রোটিয়া চ্যালেঞ্জের আগে সামনে ডাচরা, পয়েন্ট ছাড়া আর কোনদিকে নজর দেবেন রোহিতরা?
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই প্রথম টি২০ ফরম্যাটে আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি এই দুই দল। অচেনা প্রতিপক্ষ, কাগজে কলমে ভারতের তুলনায় বেশ দুর্বল। তবে ঝুঁকি নিতে নারাজ।
পড়ুন বিস্তারিত: T20 World Cup 2022: ‘বিরাট’ আতঙ্ক ডাচ শিবিরে, বড় জয়ে নেট রান রেটে নজর ভারতের
টিম ইন্ডিয়া টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হতে চলেছে তাদের থেকে অনেক দূর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের।
পড়ুন বিস্তারিত: IND Vs NED, Probable Playing XI: এক ঝলকে ভারত-নেদারল্যান্ডস ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ
আর কিছুক্ষণ পর সিডনিতে মুখোমুখি হতে চলেছে ভারত ও নেদারল্যান্ডস।
Preps ✅#TeamIndia ready to hit the ground running. ? ?#T20WorldCup | #INDvNED pic.twitter.com/5P1GRAOzmf
— BCCI (@BCCI) October 27, 2022
নেদারল্যান্ডসের বিরুদ্ধে এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এক বারও মুখোমুখি হয়নি ভারত। এর আগে ২টি ওডিআই ম্যাচে সাক্ষাৎ হয়েছিল দুই দলের। সেই সাক্ষাতে এগিয়ে রয়েছে ভারত।