T20 World Cup 2022: বিরাট-সূর্য জুটিতে নেদারল্যান্ডসকে ১৮০ রানের লক্ষ্য দিল ভারত
Virat Kohli : আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ তম অর্ধশতরান বিরাটের। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের ইনিংস। এ দিন ৩৭ বলে অর্ধতরানে পৌঁছালেন বিরাট কোহলি।
সিডনি : একই মাঠে জোড়া ম্যাচ। সিডনিতে তাই ভারতকে অপেক্ষা করতে হল। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ হতে দেরী হল। ভারত-নেদারল্যান্ডস (India vs Netherlands) ম্যাচের টসও। ম্যাচ শুরু হল প্রায় দশ মিনিট দেরীতে। রোহিত টস জেতায় অনেকটাই স্বস্তি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের। তবে রান রেট বাড়ানোর সুযোগ হয়নি। এদিনও শুরুটা ভাল হল না। পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান। লোকেশ রাহুলের আউট যদিও দুর্ভাগ্যজনক। লেগ বিফোর হন রাহুল। রিভিউ নেননি। রিপ্লে-তে দেখা যায়, বল উইকেটে লাগত না। পাওয়ার প্লে-তে জোড়া উইকেট হারাতে পারত ভারত। পঞ্চম ওভারের শেষ বলে রোহিতের ক্যাচ ফেলেন প্রিঙ্গল। সে সময় ১৩ রানে ব্যাট করছিলেন। ভারতীয় ইনিংসে নজর ছিল বিরাট কোহলির (Virat Kohli) উপর। কেমন খেললেন বিরাট? তুলে ধরল TV9Bangla।
জীবন দান পাওয়ায় সুযোগ কাজে লাগালেন রোহিত। এশিয়া কাপে শেষ বার তাঁর ব্য়াটে অর্ধশতরান এসেছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে রোহিতের অর্ধশতরানেও হারে ভারত। এ দিন অর্ধশতরান করলেও খুব একটা স্বস্তিতে দেখায়নি রোহিতকে। ব্যবহৃত পিচে খেলা হওয়ায় ব্যাটে ঠিকঠাক বলও আসছিল না। অর্ধশতরানের কিছুক্ষণের মধ্যেই মিস হিটে ফিরলেন। তবে দীর্ঘদিন পর বড় রান পাওয়ায় আত্মবিশ্বাস বাড়বে রোহিতের। পরবর্তী ম্যাচে যা কাজে লাগবে।
ভারতীয় ইনিংসের টার্নিং পয়েন্ট অবশ্য বিরাট কোহলি-সূর্যকুমার যাদব জুটি। রোহিত ক্রিজে থাকা অবধি বিরাট মূলত অ্যাঙ্কর করছিলেন। রোহিত আউট হতেই বিধ্বংসী বিরাট। সঙ্গী সূর্য শুরু থেকেই বিধ্বংসী। এ বছর টি২০ ফরম্যাটে রানের বিষয়ে মহম্মদ রিজওয়ানকে ছাপিয়ে গেলেন। ইনিংসের শেষ বলে ৬ মেরে মাত্র ২৫ বলে অর্ধশতরান সূর্যর। সিডনির তারকা হয়ে থাকলেন বিরাট কোহলিও। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ তম অর্ধশতরান বিরাটের। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের ইনিংস। এ দিন ৩৭ বলে অর্ধতরানে পৌঁছালেন বিরাট কোহলি। শেষ অবধি ৪৪ বলে ৬২ রানে অপরাজিত ইনিংস বিরাটের। শেষ ৮ ওভারে ৮৫ রান যোগ করে ভারত। বিরাট-সূর্যর অবিচ্ছিন্ন জুটিতে ৪৮ বলে ৯৫ রান ওঠে। ভারত নির্ধারিত ২০ ওভারে ১৭৯-২। টি২০ বিশ্বকাপের মঞ্চে প্রথম অর্ধশতরান সূর্যর।