কলকাতা: দেশের মাটিতে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার সময় ভারতের (India) হেড কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, এখন বোলারদের জমানা। সেটাই এ বার প্রমাণ করতে হবে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের। কিউয়িদের সামনে বেঙ্গালুরু টেস্ট জেতার জন্য টার্গেট খুব ছোট্ট। মাত্র ১০৭ রানের পুঁজি নিয়েও টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতলে, নিশ্চিত ভাবে ভারতীয় বোলারদের জয়জয়কার হবে। ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের চতুর্থ দিন পুরো সময় খেলা হয়নি। বৃষ্টি কয়েকবার বাধা তৈরি করে। পঞ্চম দিনও বৃষ্টি দুই দলের পিছু ছাড়ল না। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যায়নি। রাতভর বৃষ্টি হয়েছে। আর সকাল ৭টা অবধি গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। পুরো মাঠ কভারে ঢাকা ছিল। পুরোপুরি বৃষ্টি থামার অপেক্ষাও করা হয়। এরপর সকাল ৯.৪৫ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। বৃষ্টির ভ্রুকুটির মাঝেই বেঙ্গালুরু টেস্টের ফয়সলার সময় এসেছে।
বেঙ্গালুরুতে ঝলমলে রোদ ওঠার পর একে একে ভারতের ক্রিকেটাররা মাঠে ঢোকেন। বিরাট কোহলি এবং মর্নি মর্কেলকে অনেকক্ষণ কথা বলতে দেখা যায়। এরপর অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীররা পিচ দেখতে মাঠে প্রবেশ করেন। রবীন্দ্র জাডেজাকেও উইকেট খুব ভালো করে পর্যবেক্ষণ করতে দেখা যায়। ভারতীয় ক্রিকেটাররা যখন ওয়ার্ম আপ করছিলেন, সেই সময় বিরাট কোহলিকে ফুটবল খেলতে দেখা যায়। জাডেজা, বুমরা, কুলদীপরা বোলিং ঝালিয়ে নিচ্ছিলেন। সেই সময় যশস্বী জসওয়ালকেও বল করতে দেখা যায়।
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের পঞ্চম দিন একদিকে বোলারদের অগ্নিপরীক্ষা। অপরদিকে ক্যাপ্টেন রোহিত শর্মার সামনেও বড় চ্যালেঞ্জ। ভারতের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। রোহিতকে এ বার পরিস্থিতি ও প্রয়োজন মতো বোলার বেছে নিতে হবে। কে বলতে পারে দিনের প্রথম ঘণ্টাতেই হয়তো কিউয়িদের আটকে দিতে পারেন বুমরা-সিরাজ-অশ্বিনরা।
আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানান ১০.১৫ মিনিটে শুরু হবে ম্যাচ। ১ ঘণ্টা দেরিতে ম্যাচ শুরু হচ্ছে। মাঠ পরিদর্শনের পর রোদ খানিক কমে যায়। হালকা মেঘলা আবহাওয়া ফুটে ওঠে। আজ, ১১-১১.৩০ এর মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে বেঙ্গালুরুতে। এ বার দেখার পরে বৃষ্টির কারণে ম্যাচ আবার থমকে যায় কিনা।