IND vs NZ: দ্রুত হেয়ারড্রায়ার চাই, মুম্বইয়ে ভারতীয় টিমের ‘বিশেষ’ চাহিদা

Nov 02, 2024 | 9:49 PM

India vs New Zealand 3rd Test: ম্যাচের প্রথম দিন থেকেই কঠিন পরিস্থিতিতে খেলতে হচ্ছে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারেল মিচেল গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। ওয়াশিংটন সুন্দরকে দেখা গিয়েছে অক্ষর প্যাটেলের জার্সি পরে খেলছেন। এর কারণ, আবহাওয়াই। যে কারণে হেয়ারড্রায়ারের প্রয়োজন পড়ল।

IND vs NZ: দ্রুত হেয়ারড্রায়ার চাই, মুম্বইয়ে ভারতীয় টিমের বিশেষ চাহিদা
Image Credit source: PTI

Follow Us

দ্রুত হেয়ারড্রায়ার চাই। তবে চুল শুকোতে নয়। মুম্বইয়ে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট চলছে মুম্বইতে। কিউয়ি প্লেয়ারদের পরিস্থিতি খারাপ। এমনকি একই পরিস্থিতি ভারতীয় ক্রিকেটারদেরও। মুম্বইয়ে প্রচণ্ড গরম। ম্যাচের প্রথম দিন থেকেই কঠিন পরিস্থিতিতে খেলতে হচ্ছে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারেল মিচেল গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। ওয়াশিংটন সুন্দরকে দেখা গিয়েছে অক্ষর প্যাটেলের জার্সি পরে খেলছেন। এর কারণ, আবহাওয়াই। যে কারণে হেয়ারড্রায়ারের প্রয়োজন পড়ল।

গরমের কারণে প্লেয়াররা ঘামছেন প্রচুর। যার কারণে জার্সি বদলাতে হচ্ছে বারবার। জার্সিই বা কতগুলো রাখা যায়! মুম্বই ক্রিকেট সংস্থার কাছে SOS (জরুরিভিত্তিতে) চাওয়া হয়েছে হেয়ারড্রায়ার। যাতে জার্সি ধুয়ে দ্রুত শুকোনো যায়। তাপমাত্রা ৩৩ ডিগ্রি, তবে আর্দ্রতা ৫২ শতাংশ। এতেই কঠিন পরিস্থিতিতে পড়েছেন ক্রিকেটাররা। অনেক ক্ষেত্রেই প্লেয়াররা জার্সি বদল করতে পছন্দ করেন না। সারাদিন একই জার্সিতে খেলেন। তার নেপথ্যে অনেক সময় কুসংস্কারও থাকে। তবে এখানে কিছুই করা যাচ্ছে না।

এই খবরটিও পড়ুন

শুধুমাত্র জার্সির ক্ষেত্রেই যে এমনটা হচ্ছে তা নয়। খাবারের বিষয়েও অতি সতর্ক ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে অসুস্থ হওয়ার প্রবল সম্ভাবনা। সে কারণেই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে এই পরিস্থিতিতে কী খাবার খাওয়া উচিত, সেই অনুযায়ী খাবার তৈরি হচ্ছে। ভারতীয় দলের অনেক তারকাই নিজস্ব রাঁধুনির রান্না করা খাবারই খেয়ে থাকেন। এখানেও তাই হচ্ছে।

Next Article