INDW vs PAKW: লক্ষ্য বিশাল, জেমাইমা-রিচার দাপটে উড়ে গেল পাকিস্তান
ICC Women’s T20 World Cup: প্রয়োজনীয় রান রেট ক্রমশ বাড়ছিল ভারতের। জেমাইমা রডরিগেজ এবং রিচা ঘোষের বিধ্বংসী ব্য়াটিংয়ে এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছায় ভারত। জেমাইমা ৩৮ বলে ৫৩ এবং রিচা ঘোষ ২০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

কেপটাউন: সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন। তবে ব্য়াট হাতে খুব বেশি সুযোগ পাননি। উইকেটের পিছনে অনবদ্য ছিলেন রিচা ঘোষ। ক্য়ামিও ইনিংস খেলার জন্য় পরিচিত এই তরুণ ব্যাটার। ১৫০ রানের বিশাল লক্ষ্য নিয়ে ভারত যখন চাপে, সে সময় জ্বলে উঠলেন। ১৫৫ স্ট্রাইকরেট! শুরু দেখে সব সময় পরিণতি বোঝা যায় না। পাকিস্তান ইনিংসের শুরু দেখে যেমন বোঝা যায়নি, ভারতকে ১৫০ রানের বিশাল লক্ষ্য় দেবে তারা। বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত-পাকিস্তান। এই ফরম্য়াটে এর আগে ১৩ বারের সাক্ষাতে ১০ বারই জিতেছিল ভারত। পরিসংখ্যান আরও উন্নত করল ভারত। বিশাল লক্ষ্য় তাড়া করতে নেমেও শেষ অবধি জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। বিস্তারিত TV9Bangla-য়।
আশঙ্কা মতো পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারলেন না স্মৃতি মান্ধানা। পরিবর্তে প্রথম বার বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন যস্তিকা ভাটিয়া। এ দিন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাওয়ার প্লে তে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে তারা। তখনও বোঝা যায়নি ভারতের বিরুদ্ধে নিজেদের সর্বাধিক রানের রেকর্ড গড়বে তারা। ইনিংসের মাঝপথে পাকিস্তানের স্কোর ছিল ৫৮-৩। ভারতের খারাপ ফিল্ডিং, স্লো ওভার রেট পাকিস্তানকে সুবিধা করে দিল। চতুর্থ উইকেটে পাকিস্তান অধিনায়ক বিসমা মারুফ ও বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা আয়েশা নাসিম অনবদ্য জুটি গড়েন। দু-বার ক্যাচ ফসকায় আয়েশার। পাওয়ার হিটার। বিসমা এক দিক থেকে ইনিংস অ্যাঙ্কর করেন। উল্টোদিকে বিধ্বংসী ব্য়াটিং আয়েশার। মাত্র ৪৭ বলে ৮১ রানের জুটি গড়ে তারা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে এটিই তাদের সর্বাধিক স্কোর। আয়েশা নাশিম মাত্র ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক বিসমা মারুফ ৫৫ বলে অপরাজিত ৬৮ রানে। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল রাধা যাদব। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নেন।
রান তাড়ায় শুরুটা ভালো হয় ভারতের। তবে পাওয়ার প্লে-র শেষ ওভারে যস্তিকা ভাটিয়ার উইকেট পড়তেই রানের গতি কমে। জেমাইমা রডরিগেজ সেট হতে সময় নিলেন। বাউন্ডারি লাইনে অনবদ্য ক্য়াচে আউট হন সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক শেফালি ভার্মাও। অল্প রানের ব্য়বধানে ফেরেন ক্য়াপ্টেন হরমনপ্রীত। প্রয়োজনীয় রান রেট ক্রমশ বাড়ছিল ভারতের। এমন সময় তারুণ্যের দাপট। জেমাইমা রডরিগেজ এবং রিচা ঘোষের বিধ্বংসী ব্য়াটিংয়ে এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্য়ে পৌঁছায় ভারত। জেমাইমা ৩৮ বলে ৫৩ এবং রিচা ঘোষ ২০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ৩৩ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি। রিচা অবশ্য সেট হওয়ার খেলোয়াড় নন। শুরু থেকেই বড় শটে নজর থাকে তাঁর। ৫টি বাউন্ডারি সহ ২০ বলে ৩১ রান রিচার।
