IND vs PAK ICC WC Match Preview: আমেদাবাদে ‘অষ্টম’ পর্ব, ভারত-পাক ম্যাচের আকর্ষণ চিরন্তন
India vs Pakistan ICC world Cup 2023: বিশ্বকাপ, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, হাতে চাঁদ পাওয়ার মতোই। আজ তাই লক্ষাধিক ক্রিকেট প্রেমী গ্যালারিতে উপস্থিত থাকবেন, প্রত্যাশা করাই যায়। বর্তমান প্রজন্মের সুপারস্টাররা দেশের জার্সিতে নামবেন, তাঁদের জন্য গলা ফাটাবে না! এমন পরিস্থিতিতে মাঠে নামবেন ভারত-পাকিস্তান দু-দলের ক্রিকেটাররা। পাকিস্তানের কাছে লড়াইটা পরিসংখ্যান বদলানোর, ভারতের কাছে দাপট বজায় রাখা।
অভিষেক সেনগুপ্ত
অতীত, পরিসংখ্যান, ইতিহাস। সব সঙ্গী। তবু অপেক্ষা থাকে। আরও একটা অপেক্ষা মিটতে চলেছে আজ। বিশ্বকাপের মঞ্চ, সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, মুখোমুখি ভারত-পাকিস্তান। ক্রিকেট মাঠের এই আকর্ষণ সব কিছু উর্ধ্বে। এতে প্রত্যাশার চাপ আছে, নায়ক হওয়ার স্বপ্ন আছে, তেমনই জয়ের তৃপ্তিও। এই স্বাদের ভাগ হয়। তার জন্য টিম হয়ে পারফরম্যান্সও প্রয়োজন। এর জন্য প্রস্তুত ভারত। শরীরীভাষা বলে যে বিষয় রয়েছে, তাতে বোঝা যায়। কয়েক সপ্তাহও হয়নি। এশিয়া কাপে দু-বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। প্রথম ম্যাচটি বৃষ্টিতে নিষ্ফলাই ছিল। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয়। প্রতিপক্ষ পুরনো হলেও, আরও একটা নতুন ম্যাচ। পরিসংখ্যান বলছে, ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানকে ৭ বারের সাক্ষাতে প্রতি বারই হারিয়েছে ভারত। আজ অষ্টম পর্ব। তবু যেন শূন্য থেকেই শুরু। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এক যুগ পর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরু হয়েছে ৫ অক্টোবর। তবে আসল ম্যাচটা যেন আজই। মাঠের বাইরে যেমন প্রস্তুতি জোরালো, তেমনই দু-দলের প্রস্তুতিও। আইপিএল ফাইনাল মনে আছে? কয়েক মাস আগের কথা, ভোলার সুযোগই বা কোথায়! ফাইনাল হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রথম দিন, একটু ভুল হচ্ছে, প্রথম রাতে ম্যাচ সম্পূর্ণ করা যায়নি। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে। বৃষ্টিতে ভিজে যাঁরা অপেক্ষা করছিলেন, তাঁদের পরিস্থিতিটা ভাবুন! পরদিনও যে সেই টিকিটেই খেলা দেখা যাবে। নিজে ভিজলেও টিকিট বাঁচানোর মরিয়া চেষ্টা করেছেন। পরের রাতেও স্টেডিয়ামে একইরকম উন্মাদনা দেখা গিয়েছিল। ম্যাচ শেষ, প্রেজেন্টেশন, ভোর অবধি সকলে থেকেছিলেন, ক্রিকেটের টানে। ভারত-পাকিস্তান ম্যাচের চিত্রটা তাহলে কেমন হতে পারে?
বিশ্বকাপ, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, হাতে চাঁদ পাওয়ার মতোই। আজ তাই লক্ষাধিক ক্রিকেট প্রেমী গ্যালারিতে উপস্থিত থাকবেন, প্রত্যাশা করাই যায়। বর্তমান প্রজন্মের সুপারস্টাররা দেশের জার্সিতে নামবেন, তাঁদের জন্য গলা ফাটাবে না! এমন পরিস্থিতিতে মাঠে নামবেন ভারত-পাকিস্তান দু-দলের ক্রিকেটাররা। পাকিস্তানের কাছে লড়াইটা পরিসংখ্যান বদলানোর, ভারতের কাছে দাপট বজায় রাখা। ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা যতই বলুন, ‘এই ম্যাচও অন্য আর একটা ম্যাচের মতোই।’ সমর্থকদের কাছেও কি তাই? হয়তো না। এই ম্যাচ আবেগের। ক্রিকেটাররাও নামবেন পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ নিয়েই।
বাইরে থেকে দু-দলই ফুরফুরে মেজাজে। আগে থেকে পরিকল্পনা করা যায়, আসল পরীক্ষা তো ম্যাচে নেমেই। তার জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ পাকিস্তান শিবিরও পাল্টা দিয়ে রেখেছে, পরিসংখ্যান ভারতের পক্ষে ৭-০ হলেও, অষ্টম পর্বে স্কোরলাইন তো বদলাতেই পারে! রোহিত, বিরাট, বুমরা, হার্দিকরাও প্রস্তুত, ৮-এ ৮ করতে।