AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs South Africa, 1st T20I Live Streaming: রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের শুভারম্ভ, কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচ?

IND vs SA: তেইশের শেষে প্রোটিয়া সফরে গিয়েছে ভারতীয় দল। আগামী বছরের শুরুটাও নেলসন ম্যান্ডেলার দেশে করবেন রোহিত-বিরাটরা। এ বারের প্রোটিয়া সফরে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ (T20) সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে। তারপর ওডিআই ও টেস্ট সিরিজও খেলবে এই দুই দল। আগামিকাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় দলকে এই টি-২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর এই সিরিজে প্রোটিয়াদের নেতা এইডেন মার্কব়্যাম।

India vs South Africa, 1st T20I Live Streaming: রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের শুভারম্ভ, কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচ?
India vs South Africa, 1st T20I Live Streaming: রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের শুভারম্ভ, কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচ?Image Credit: Graphics - TV9Bangla
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 4:28 PM
Share

ডারবান: বছর শেষে ছুটির আমেজ অনেক জায়গাতেই। অবশ্য ভারতীয় ক্রিকেটারদের জন্য তেমনটা নয়। তেইশের শেষে প্রোটিয়া সফরে গিয়েছে ভারতীয় দল। আগামী বছরের শুরুটাও নেলসন ম্যান্ডেলার দেশে করবেন রোহিত-বিরাটরা। এ বারের প্রোটিয়া সফরে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) টি-২০ (T20) সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে। তারপর ওডিআই ও টেস্ট সিরিজও খেলবে এই দুই দল। আগামিকাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় দলকে এই টি-২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর এই সিরিজে প্রোটিয়াদের নেতা এইডেন মার্কব়্যাম। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

হেড টু হেড – ভারত ও দক্ষিণ আফ্রিকার হেড টু হেডে নজর দিলে দেখা যাবে দুই দল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩ বার জিতেছে ভারত এবং ১০ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১টি ম্যাচ নিষ্ফলা। দক্ষিণ আফ্রিকার মাটিতে মেন ইন ব্লু ৭টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ৫টিতে আর হেরেছে ২টি।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি কবে শুরু হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আগামিকাল রবিবার (১০ ডিসেম্বর) হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ডে হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিট নাগাদ শুরু হবে। তার আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দূরদর্শনে বিনামূল্যে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ উপভোগ করতে পারবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।