সেঞ্চুরিয়ন: আজ ২৬ ডিসেম্বর, বক্সিং ডে টেস্ট। আজ থেকেই শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকার (ndia vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রোটিয়াদের দেশে এসেছেন বিরাট কোহলিরা। তবে দক্ষিণ আফ্রিকায় গত ২৯ বছরে একটাও টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। সেই জয়ের খরা কাটাতেই এ বার মরিয়া বিরাটব্রিগেড। শেষবার ভারত দক্ষিণ আফ্রিকা সফলে গিয়েছিল ২০১৭-১৮। সে বার ভারত ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে দেশে ফিরেছিল। কিন্তু এ বার আর হার চায় না ভারত। সিরিজ জিতে দেশে ফেরাই লক্ষ্য দ্রাবিড়ের দলের।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটি কবে শুরু হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটি আজ রবিবার (২৬ ডিসেম্বর) হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচটি স্টেডিয়ামে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে (SuperSport Park Cricket Stadium) হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। ম্যাচের আগে ১টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: India Tour of South Africa: পাঁচ নম্বরে কে রাহানে নাকি শ্রেয়স? কী বললেন দ্রাবিড়?
আরও পড়ুন: India vs South Africa: কোচ রাহুলের ‘বিরাট’ উচ্ছ্বাস