India vs Sri Lanka Highlights, 3rd T20 2023: অপরাজিত… শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

| Edited By: | Updated on: Jan 07, 2023 | 11:05 PM

India vs Sri Lanka Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম শ্রীলঙ্কার (Sri Lanka) তৃতীয় টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Sri Lanka Highlights, 3rd T20 2023: অপরাজিত... শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Image Credit source: OWN Photograph

রাজকোট : প্রথম ম্যাচে মাত্র ২ রানে জয়। দ্বিতীয় ম্যাচে বিশাল রান তাড়া করতে নেমে ১৬ রানে হার ভারতের। রাজকোটে নির্ণায়ক ম্যাচে নেমেছিল ভারত-শ্রীলঙ্কা। দুটো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পর রাজকোটে ভারতের একপেশে জয়। গত দু-ম্যাচেই ভারতকে ভুগিয়েছে শুরুটা। সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং। ব্যাটিংয়ে প্রথম দু-ম্য়াচেই ভরসা দিতে ব্যর্থ টপ অর্ডার। পাওয়ার প্লে-তে রান আসেনি। বোলিংয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে, পাওয়ার প্লে-তে প্রচুর রান যাচ্ছে। যার সুযোগ নিয়েছে প্রতিপক্ষ। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে হারলেও দুই ম্যাচেই অনবদ্য় পারফর্ম করেছে। বিশেষ করে বলতে হয় অধিনায়ক দাসুন শানাকার কথা। নির্ণায়ক ম্যাচে সূর্যর শতরান, শুভমনের সঙ্গে তাঁর অনবদ্য জুটি, বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্স। ৯১ রানের বড় ব্যবধানে জয় ভারতের। ঘরের মাঠে প্রথম বার দেশকে নেতৃত্ব দিয়েই সিরিজ জয় হার্দিকের। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 07 Jan 2023 10:29 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
    • দ্রুত ঈশানের উইকেট হারায় ভারত।
    • শুভমন ও সূর্য জুটি ম্যাচে ফেরায়।
    • অল্পের জন্য প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরান হল না শুভমনের।
    • কেরিয়ারের তৃতীয় আন্তর্জাতিক শতরানে অপরাজিত রইলেন সূর্য।
    • স্কাইয়ের ১১২ রানের ইনিংসের সৌজন্যে শ্রীলঙ্কাকে ২২৯ রানের লক্ষ্য দেয় ভারত।
    • জবাবে শ্রীলঙ্কা ইনিংস গুটিয়ে যায় ১৩৭ রানে।
    • অর্শদীপ সিং ২.৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন।
    • ম্যাচে ৯১ রানের বিশাল ব্য়বধানে জয়।
    • ভারত সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
  • 07 Jan 2023 09:17 PM (IST)

    অর্শদীপের প্রত্যাবর্তন

    পুনে ম্যাচ যত তাড়াতাড়ি সম্ভব ভুলতে চাইবেন অর্শদীপ। ভুললেনও। গত ম্যাচে পাঁচটি নো বল সহ ২ ওভারে দিয়েছিলেন ৩৭ রান। রাজকোটে উইকেট নিয়ে প্রত্যাবর্তন অর্শদীপের।

  • 07 Jan 2023 09:12 PM (IST)

    অক্ষরের উইকেট

    শ্রীলঙ্কার শুরু ভালো হলেও ভারতকে চাপে দেখায়নি। বোর্ডে বিশাল রান। পঞ্চম ওভারে কুশল মেন্ডিসকে ফিরিয়ে ব্রেক থ্রু দিলেন অক্ষর প্য়াটেল।

  • 07 Jan 2023 08:27 PM (IST)

    স্কাই-ওয়ে

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফের শতরান সূর্য কুমার যাদবের। কেরিয়ারের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান। ইংল্য়ান্ড, নিউজিল্যান্ড সফরে শতরান করেছিলেন। এ বার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে। মাত্র ৪৫ বলে শতরানে সূর্য।

  • 07 Jan 2023 08:09 PM (IST)

    শুভমনের উইকেট

    তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি। বাউন্ডারি মেরে অর্ধশতরানে পৌঁছনোর চেষ্টায় স্টেপ আউট করেন। ওয়ানিন্দু হাসারঙ্গার ডেলিভারি নীচু হয়ে উইকেট ভেঙে দেয়। ৩৬ বলে ৪৬ রানে ফিরলেন শুভমন। ক্রিজে হার্দিক।

  • 07 Jan 2023 07:32 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    অনবদ্য ইনিংস শেষে পাওয়ার প্লে-র শেষ ওভারে আউট রাহুল ত্রিপাঠি। পাওয়ার প্লে-তে ৫৩-২। রাহুল ১৬ বলে ৩৫ রান করেন। শুভমনের সঙ্গে ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব।

  • 07 Jan 2023 07:06 PM (IST)

    হতাশ করলেন ঈশান

    ভারতের ইনিংস শুরু হল ধাক্কায়। ঈশান কিষাণের উইকেট হারাল ভারত। স্লিপে যেন ক্য়াচিং প্র্য়াক্টিস করালেন ঈশান।

  • 07 Jan 2023 06:33 PM (IST)

    একাদশ আপডেট

    শ্রীলঙ্কা শিবিরে একটাই পরিবর্তন। ভানুকা রাজাপক্ষর পরিবর্তে অবিষ্কা ফার্নান্ডো। ভারত অপরিবর্তিত একাদশ নামাচ্ছে।

    শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একাদশ : হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠি, দীপক হুডা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, শিবম মাভি, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল।

    ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার একাদশ- কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, চরিত আসালঙ্কা, অবিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করণারত্নে, মহেশ থিকশানা, কাসুন রজিতা, দিলশান মধুশঙ্কা

  • 07 Jan 2023 06:31 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়ার। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য়। গত দুই ম্যাচেই ভুল হলেও লড়াই করেছে, এমনটাই বলছেন হার্দিক। অপরিবর্তিত একাদশ, জানালেন ভারত অধিনায়ক।

  • 07 Jan 2023 06:28 PM (IST)

    পিচ রিপোর্ট

    সিরিজ নির্ণায়ক ম্যাচে ব্য়াটিং সহায়ক পিচ। তবে বোলারদের জন্য শুরুতে কিছুটা সুবিধা থাকতে পারে। আগের ম্যাচের মতো হাই-স্কোরিং হওয়ার সম্ভাবনা। বাউন্ডারির ক্ষেত্রে লঙ অন, লঙ অফ বাউন্ডারি অনেকটাই বড়।

  • 07 Jan 2023 06:14 PM (IST)

    রাজকোটে কার রাজত্ব!

    TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। ঘরের মাঠে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক ভারত। ১১টি সিরিজ অপরাজিত। দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ডজন সিরিজে অপরাজিত থাকার লক্ষ্যে নামছে হার্দিকের ভারত।

Published On - Jan 07,2023 6:00 PM

Follow Us: