IND vs WI 2025 Match Report: তিন সেঞ্চুরি, প্রথম টেস্টে ইনিংসে জয়ের পথে ভারত

India vs West Indies 1st Test Day 2: বিশেষ করে যশস্বী ও শুভমন। সেট হয়েও বড় ইনিংস খেলা হয়নি তাঁদের। লোকেশ রাহুল, ধ্রুব জুরেলের পর আমেদাবাদে সেঞ্চুরির রোশনাই রবীন্দ্র জাডেজার ব্যাটে। দেখা গেল সেই চিরপরিচিত তলোয়ারবাজি। হাফসেঞ্চুরি কিংবা সেঞ্চুরির পর যে সেলিব্রেশন করে থাকেন জাড্ডু।

IND vs WI 2025 Match Report: তিন সেঞ্চুরি, প্রথম টেস্টে ইনিংসে জয়ের পথে ভারত
Image Credit source: PTI

Oct 03, 2025 | 6:55 PM

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু-ম্যাচের সিরিজ খেলছে ভারত। আমেদাবাদে প্রথম টেস্টে ক্রমশ ইনিংসে জয়ের সম্ভাবনা। ভারতীয় বোলাররা প্রথম ইনিংসের মতো পারফর্ম করলে, এমনটা নিশ্চিত। তিন সেঞ্চুরিতে ইতিমধ্যেই ৪০০ পার। ক্রমশ রানের পাহাড়ের দিকে ভারত। ব্যাটিংয়ে কিছুটা যেন হতাশ হতে পারেন যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমন গিলরা। বিশেষ করে যশস্বী ও শুভমন। সেট হয়েও বড় ইনিংস খেলা হয়নি তাঁদের। লোকেশ রাহুল, ধ্রুব জুরেলের পর আমেদাবাদে সেঞ্চুরির রোশনাই রবীন্দ্র জাডেজার ব্যাটে। দেখা গেল সেই চিরপরিচিত তলোয়ারবাজি। হাফসেঞ্চুরি কিংবা সেঞ্চুরির পর যে সেলিব্রেশন করে থাকেন জাড্ডু।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দু-সংস্করণেই ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। দু-বারই রানার্স। কিন্তু গত সংস্করণ হতাশায় কেটেছিল। একটা সময় অবধি দুর্দান্ত জায়গায় ছিল ভারত। ফাইনালের পথে সামান্য বাধা ছিল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের রাস্তা কঠিন হয়। এরপর অস্ট্রেলিয়ায় হারতেই ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণে তাই পথভ্রষ্ট হওয়া আটকানোই চ্যালেঞ্জ।

আমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৬২ রানেই গুটিয়ে দিয়েছিল ভারত। মহম্মদ সিরাজ চার এবং জসপ্রীত বুমরা তিন উইকেট নিয়েছিলেন। প্রথথ ইনিংসে ইতিমধ্যেই ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে নিয়েছে ভারতীয় দল। লোকেশ রাহুল ও ধ্রুব জুরেল সেঞ্চুরি করে আউট হয়েছেন। কিন্তু ঋষভের অনুপস্থিতিতে এই সিরিজে ভারতের ভাইস ক্যাপ্টেন রবীন্দ্র জাডেজা এখনও ক্রিজে। ৯২ থেকে ছয় মেরে ৯৮-এ পৌঁছন জাডেজা। সিঙ্গল নিয়ে সেঞ্চুরি। তলোয়ার সেলিব্রেশনও করেন। ডাগআউটে দাঁড়িয়ে সতীর্থরা কুর্নিশ জানান জাডেজাকে।

ভারত সব মিলিয়ে ২৮৬ রানে এগিয়ে। এখনও ক্রিজে রয়েছেন জাডেজা। ১০৪ রানে ব্য়াটিং করছেন। সঙ্গী ওয়াশিংটনের ব্যাটের হাতও ভালো। নামা বাকি রয়েছে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিরও। এখান থেকে ইনিংস জয়ের স্বপ্ন দেখাই যায়। শুভমনরা সেই পথেই এগোচ্ছেন।