IND vs WI 2025 Match Report: সিরিজে লিড, ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারাল ভারত

India vs West Indies 1st Test Result: জয় দিয়েই শুরুটা হল শুভমনের। নিজে ব্যাট হাতে অবদানও রাখলেন। তেমনই নজর কাড়লেন ক্যাপ্টেন্সিতে। আমেদাবাদে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত। সিরিজে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১০ অক্টোবর। দ্বিতীয় টেস্ট দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে।

IND vs WI 2025 Match Report: সিরিজে লিড, ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারাল ভারত
Image Credit source: PTI

Oct 04, 2025 | 2:30 PM

ঘরের মাঠে শুভ-মহরৎ ক্যাপ্টেন শুভমন গিলে। তাঁর টেস্ট ক্যাপ্টেন্সির শুরুটা হয়েছিল ইংল্যান্ডে। দুর্দান্ত পারফরম্যান্সে শেষ অবধি সিরিজ ড্র করেছিল শুভমনের ভারত। ঘরের মাঠে প্রথম বার টেস্টে টিমকে নেতৃত্ব দিলেন। জয় দিয়েই শুরুটা হল শুভমনের। নিজে ব্যাট হাতে অবদানও রাখলেন। তেমনই নজর কাড়লেন ক্যাপ্টেন্সিতে। আমেদাবাদে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত। সিরিজে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১০ অক্টোবর। দ্বিতীয় টেস্ট দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে।

আমেদাবাদে প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানেই ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিয়েছিল ভারত। মহম্মদ সিরাজ চার উইকেট নিয়েছিলেন। নতুন বলে তাঁর পারফরম্যান্স বেশি নজর কেড়েছিল। জসপ্রীত বুমরা তিন উইকেট নিয়েছিলেন। অন্য দিকে, স্পিনার কুলদীপ যাদব ২ উইকেট। ভারতের ব্যাটাররা বাকি কাজটা সেরে নেয়। যে কারণে আড়াই দিনেই ওয়েস্ট ইন্ডিজের খেল খতম। এই ম্যাচ ভারত ইনিংসে জিততে পারে সেই প্রত্যাশা দ্বিতীয় দিনের শেষেই ছিল। সেটাই হল।

ওয়েস্ট ইন্ডিজের ১৬২-র জবাবে দ্বিতীয় দিনের শেষে ৪৪৮-৫ ছিল ভারত। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাডেজা সেঞ্চুরি করেছিলেন। ক্যাপ্টেন শুভমন গিলের হাফসেঞ্চুরি। সব মিলিয়ে ২৮৬ রানে এগিয়ে ছিল ভারত। হাতে ছিল আরও পাঁচ উইকেট। তৃতীয় দিন আর ব্যাটিং করেনি ভারত। এই স্কোরেই ইনিংস ডিক্লেয়ার করে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের কাছে কঠিন পরীক্ষা ছিল ইনিংস হার এড়ানো। কেউই রুখে দাঁড়াতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট মহম্মদ সিরাজের। সব মিলিয়ে ম্যাচে তাঁর দখলে সাত উইকেট।

ব্যাট হাতে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে বোলিংয়েও কামাল এই সিরিজে ভারতের ভাইস ক্যাপ্টেন রবীন্দ্র জাডেজার। ৪ উইকেট নিলেন তিনি। এ ছাড়াও কুলদীপ যাদব দুটি ও ওয়াশিংটন সুন্দর ১ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বিশেষ করে নজর কাড়ল ভারতের ক্যাচিং। শর্ট লেগ, স্লিপ হোক কিংবা ব্যাকওয়ার্ড পয়েন্ট। চোখ ধাঁধানো কয়েকটি ক্যাচ দেখা গেল।