Eden Gardens: ইডেন থেকে ফের সরছে ম্যাচ! এ বার আন্তর্জাতিক ক্রিকেট

Indian Cricket News: শেষ মুহূর্তে ইডেন থেকে ফাইনাল সরানো হয় আমেদাবাদে। বোর্ডের তরফে জানানো হয়েছিল, আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত। এ বার আন্তর্জাতিক ম্যাচও সরতে চলেছে ইডেন গার্ডেন্স থেকে।

Eden Gardens: ইডেন থেকে ফের সরছে ম্যাচ! এ বার আন্তর্জাতিক ক্রিকেট
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 05, 2025 | 12:25 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সদ্য শেষ হয়েছে। মঙ্গলবার রাতে নতুন চ্যাম্পিয়ন পাওয়া গিয়েছে আইপিএলে। দীর্ঘ অপেক্ষার পর ১৮তম সংস্করণে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেয়েছে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। সাধারণত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘরের মাঠেই পরবর্তী আইপিএলের উদ্বোধন, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হয়। এ বারও তেমনই হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে ইডেন থেকে ফাইনাল সরানো হয় আমেদাবাদে। বোর্ডের তরফে জানানো হয়েছিল, আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত। এ বার আন্তর্জাতিক ম্যাচও সরতে চলেছে ইডেন গার্ডেন্স থেকে। সূত্রের খবর তেমনই।

গত আইপিএল অর্থাৎ ২০২৪-এ টুর্নামেন্ট জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই অনুযায়ী কেকেআরের হোম গ্রাউন্ড ইডেনে উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচও হয়েছিল। সূচি অনুযায়ী ইডেনেই ছিল একটি প্লে-অফ এবং ফাইনাল ম্যাচও। কিন্তু অপারেশন সিঁদুরের পর কিছুদিন স্থগিত রাখা হয়েছিল আইপিএল। এরপর শুরু হলে সূচি বদল হয়। ভেনুও সীমিত করা হয়। প্লে-অফের ম্যাচেরও সূচি বদলায়। প্লে-অফের প্রথম দুটি ম্যাচ হয়েছিল মুল্লানপুরে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল আমেদাবাদে সরানো হয়।

আইপিএল শেষ। আপাতত ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন পর্ব শুরু হচ্ছে। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। শুভমন গিলের নেতৃত্বে নতুন সফর। ১০-১৪ অক্টোবর ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট হওয়ার কথা ছিল। সূত্রের খবর, ইডেন থেকে সরছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। এই ম্যাচটি দিল্লিতে সরিয়ে নেওয়ার ভাবনা বোর্ডের। পরিবর্তে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট হতে চলেছে। সেই ম্যাচ ১৪ নভেম্বর থেকে।

দীপাবলির পর দিল্লিতে বায়ুদূষণের মাত্রা অত্যধিক থাকে। দৃশ্যমানতা অনেক কম থাকে। সেই কারণেই দিল্লি থেকে কলকাতায় সরানো হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। আর ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট কলকাতা থেকে সরবে দিল্লিতে। বাংলা ক্রিকেট সংস্থাকে ইতিমধ্যেই বোর্ড মৌখিক ভাবে জানিয়েছে বলে সূত্রের খবর। শীঘ্রই বোর্ডের তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হতে পারে।