অজিদের বিরুদ্ধে ক্লিনসুইপ এড়াতে ভারতের ভরসা বঙ্গব্রিগেড
India vs Australia 3rd ODI: মূল নজর থাকবে তিতাস সাধুর দিকে। বাংলার এই পেসারের গতি নজরকাড়া। সুইংও রয়েছে। সিরিজের ফল নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে পরীক্ষারও সুযোগ থাকবে ভারতীয় শিবিরে। তিতাসের ওয়ান ডে অভিষেকের প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গ ব্রিগেড এখনও অবধি ভরসা দিয়েছে। দীপ্তি শর্মা অনবদ্য পারফর্ম করছেন। গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও সহযোগিতা করেছেন। তেমনই রিচা ঘোষ কেরিয়ার সেরা ৯৬ রানের ইনিংস খেলেছেন।
মুম্বই: কখনও ব্যাটিং বিপর্যয়, কখনও ফিল্ডিং। টিম গেমের অভাবে ভুগছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সদ্য ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে টেস্টে হারালেও সাদা বলের ক্রিকেটে হতাশার পারফরম্যান্স হরমনপ্রীতদের। নতুন বছর শেষ হয়েছে জোড়া হারে। সিরিজও হাতছাড়া হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে ক্লিনসুইপ এড়ানোই এখন লক্ষ্য। প্রথম ওয়ান ডে-তে বোর্ডে বিশাল স্কোর গড়েছিল ভারত। এরপরও জিততে ব্যর্থ। গত ম্যাচে সাতটি ক্যাচ ফসকেছে ভারত। তারপরও অস্ট্রেলিয়াকে ২৫৮ রানেই আটকে রাখে ভারত। রিচা ঘোষের ৯৬ রানের অনবদ্য ইনিংস। লোয়ার অর্ডারের ব্যর্থতায় মাত্র ৩ রানে হার। ক্লিন সুইপ এড়াতে ভারতীয় দলের ভরসা এখন বঙ্গব্রিগেড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সিরিজের তৃতীয় ওয়ান ডে-তে আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এরপর টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। তার আগে একটা জয় একদিকে যেমন ০-৩ আটকানো যাবে, টি-টোয়েন্টি সিরিজের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে রাখাও হবে। প্রথম বার ওয়ান ডে স্কোয়াডে ডাক পেয়েছেন বাংলার বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক ও পেসার তিতাস সাধু। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারলেও নজর কেড়েছিলেন সাইকা ইসাক। ওয়ান ডে অভিষেক স্বস্তির হয়নি। এক ম্যাচ খেলিয়েই বাদ দেওয়া হয়। ঘুরে দাঁড়ানোর ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে সাইকাকে।
মূল নজর থাকবে তিতাস সাধুর দিকে। বাংলার এই পেসারের গতি নজরকাড়া। সুইংও রয়েছে। সিরিজের ফল নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে পরীক্ষারও সুযোগ থাকবে ভারতীয় শিবিরে। তিতাসের ওয়ান ডে অভিষেকের প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গ ব্রিগেড এখনও অবধি ভরসা দিয়েছে। দীপ্তি শর্মা অনবদ্য পারফর্ম করছেন। গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও সহযোগিতা করেছেন। তেমনই রিচা ঘোষ কেরিয়ার সেরা ৯৬ রানের ইনিংস খেলেছেন। তিতাসও ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন। প্রয়োজন নিয়মিত সুযোগের।
ভারত বনাম অস্ট্রেলিয়া, দুপুর ১.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার