IND W vs AUS W: ইতিহাস হল না, এগিয়ে থেকেও টি-টোয়েন্টি সিরিজ হার হরমনপ্রীতদের

India vs Australia 3rd T20I: রিচার আউটে ভারতীয় শিবিরে হতাশা। দলের স্কোর তখন ১৩৫। শেষ ওভারে বড় খেলা ছাড়া উপায় ছিল না। ২৮ বলে ৩৪ রান করেন তিনি। রিচার ইনিংসটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অমনজ্যোৎ (১৭) এবং শেষ বলে পূজা বস্ত্রকারের ওভার বাউন্ডারিতে ৬ উইকেটে ১৪৭ রান করে ভারত। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত। সেটা অস্ট্রেলিয়ার মাটিতে।

IND W vs AUS W: ইতিহাস হল না, এগিয়ে থেকেও টি-টোয়েন্টি সিরিজ হার হরমনপ্রীতদের
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 09, 2024 | 10:14 PM

মুম্বই: ইতিহাসে লক্ষ্য ছিল ভারতের। তবে হল না। ওডিআইয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও হার ভারতের। ১-০ এগিয়ে থেকে ১-২ ব্যবধানে হার অস্ট্রেলিয়ার কাছে। গত ম্যাচের মতো এ দিনও টস হার হরমনপ্রীতের। যে কারণে চাপেও পড়েন। প্রথমে ব্যাট করতে হয়। শুরুটা ভালো হলেও দ্রুত জোড়া উইকেট হারায় ভারত। অনবদ্য ছন্দে থাকা স্মৃতি মান্ধানা স্লগ সুইপে ওভার বাউন্ডারি মারতে যান। লেগ স্পিনার জর্জিয়া ওয়ারহ্যামের বিরুদ্ধে ব্যাটে-বলে সংযোগ ঠিক হয়নি। অ্যাশলে গার্ডনারের দুর্দান্ত ক্যাচে ২৯ রানে ফেরেন স্মৃতিও। চাপ ক্রমশ বাড়তে থাকে। দলীয় ৬৪ রানে তিন উইকেট হারায় ভারত। অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে ক্রিজে যোগ দেন রিচা ঘোষ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে। দীর্ঘ সময় ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। সেই অপেক্ষা বাড়ল। সিরিজ নির্ণায়ক ম্যাচে চাপের মুহূর্তে একটা ভালো ইনিংস খেলার সুযোগ ছিল হরমনপ্রীতের সামনে। ৬ বলে ৩ রানেই ফেরেন ক্যাপ্টেন। অ্যানাবেল সাদারল্যান্ডের ফুল লেন্থ ডেলিভারি ইনসাইড লেগে প্লেড অন হরমনপ্রীত। অল্প সময়ের ব্যবধানে উইকেট হারানোর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩। রিচার সঙ্গে যোগ দেন দীপ্তি শর্মা। ভারতীয় ব্যাটিংয়ের ভরসা তখন বাংলার জুটিই। ডট বলে চাপ বাড়ে। দলীয় ৯৯ রানে গতি বাড়াতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন দীপ্তি শর্মাও। জর্জিয়ার বোলিংয়ে ক্যাচ নেন তাহিলা ম্যাকগ্রা।

রিচার আউটে ভারতীয় শিবিরে হতাশা। দলের স্কোর তখন ১৩৫। শেষ ওভারে বড় খেলা ছাড়া উপায় ছিল না। ২৮ বলে ৩৪ রান করেন তিনি। রিচার ইনিংসটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অমনজ্যোৎ (১৭) এবং শেষ বলে পূজা বস্ত্রকারের ওভার বাউন্ডারিতে ৬ উইকেটে ১৪৭ রান করে ভারত। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত। সেটা অস্ট্রেলিয়ার মাটিতে। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটিই একমাত্র সিরিজ জয়। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কখনও টি-টোয়েন্টি সিরিজ জেতেনি ভারত। এ দিনও বোর্ডে ১৪৭ রান থাকায় সম্ভাবনা ক্ষীণ ছিল।

রান তাড়ায় দুর্দান্ত শুরু অস্ট্রেলিয়ার। দুই অভিজ্ঞ ব্যাটার অ্যালিসা হিলি এবং বেথ মুনি প্রথম দু-ওভার সতর্ক ব্যাটিং করেন। এরপরই বিধ্বংসী মেজাজে। ক্রমশ সেঞ্চুরি পার্টনারশিপের দিকে এগোচ্ছিল। হাফসেঞ্চুরির পর দলীয় ৮৫ রানে ওপেনিং জুটি ভাঙে। ১৬তম ওভারে ১ রান দিয়ে জোড়া উইকেট পূজা বস্ত্রকারের। ম্যাচের রং বদলে দেয় কিছুটা হলেও। ২৪ বলে ৩০ রান লক্ষ্য দাঁড়ায় অস্ট্রেলিয়ার।

বেথ মুনি ক্রিজে থাকায় চাপ বাড়ে ভারতের। শ্রেয়াঙ্কা পাটিলের বোলিংয়ে ১৭তম ওভারে ১৪ রান আসে। তিতাস সাধু রান আটকে চাপ তৈরির চেষ্টা করেন। যদিও সফল হননি। ১৮ তম ওভারে ৮ রান আসে। রান ও বলের পার্থক্য কম থাকায় মিরাকল প্রয়োজন ছিল ভারতীয় শিবিরে। বেথ মুনির অপরাজিত ৫২ রান। ৮ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় অস্ট্রেলিয়ার।