ICC Women World Cup 2022: ক্যারিবিয়ানদের জয়ের হ্যাটট্রিক রুখতে জ্বলে উঠতে হবে মিতালিদের
এখনও অবধি ২টি ম্যাচের ১টিতে জয় ও ১টিতে হারের পর ২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে তাদের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ পর পর দুটো ম্যাচে জিতেছে। তারা রয়েছে লিগ টেবলের চার নম্বরে। ফলে পরের রাউন্ডে যেতে হলে আগামীকালের ম্যাচটা ভারতকে জিততেই হবে।
হ্যামিল্টন: মেয়েদের বিশ্বকাপে (ICC Women World Cup 2022) এখনও অবধি দুটি ম্যাচে খেলেছেন মিতালি রাজরা (Mithali Raj)। প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারালেও, দ্বিতীয় ম্যাচেই কিউয়িদের সামনে থমকে যায় মিতালির ভারত (India)। আগামীকাল (১২ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলতে নামবেন ঝুলনরা। তবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচে নামার আগে ফের মিডল অর্ডারই ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এখনও অবধি ২টি ম্যাচের ১টিতে জয় ও ১টিতে হারের পর ২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে তাদের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ পর পর দুটো ম্যাচে জিতেছে। তারা রয়েছে লিগ টেবলের চার নম্বরে। ফলে পরের রাউন্ডে যেতে হলে আগামীকালের ম্যাচটা ভারতকে জিততেই হবে।
বিশ্বকাপের মঞ্চে ভারতের টপ অর্ডারের ব্যাটিং এক্কেবারেই স্বস্তি দিচ্ছে না। স্মৃতি মান্ধানা, মিতালি রাজ, যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মাদের নিয়ে যে কারণে রীতিমতো সমালোচনা চলছে। পাক ম্যাচে পূজা বস্ত্রকার ও স্নেহ রানা জুটিতে ভর করে জয় পেয়েছিল ভারত। কিন্তু তার ঠিক পরের ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হেরেছেন স্মৃতিরা। ম্যাচের পর যে কারণে, ক্যাপ্টেন মিতালি খোলাখুলি বলে যান, বোলাররা নিজেদের কাজটা ঠিকমতো করলেও ব্যাটাররা সেটা করতে পারছেন না। আর যেটা ভারতীয় শিবিরের বড়সড় চিন্তার কারণ। এর মধ্যে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একটা উইকেট পেলেই বাংলার ঝুলন গোস্বামী রেকর্ড গড়বেন। মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে সব থেকে বেশি উইকেটশিকারী বোলার হিসেবে তিনি টপকে যাবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার লিন ফুলস্টনকে।
ফর্মে না থাকা শেফালি ভর্মার জায়গায় দ্বিতীয় ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল যস্তিকা ভাটিয়াকে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি সফল হতে পারেননি। বিশ্বকাপের মতো মঞ্চে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজদের মতো দাপুটে দলগুলোর বিরুদ্ধে ভারতের টপ অর্ডারের ব্যাটারদের আরও দায়িত্ব নিতেই হবে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় মহিলা দলের হেড কোচ রমেশ পাওয়ার জানান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটিং দেখে তিনিও রীতিমতো অবাক হয়েছিলেন। তিনি বলেন, “আমার মনে হয় ওই দিনটা আমাদের পক্ষ্যে ছিল না। সত্যি কথা বলতে, প্রথম ২০ ওভারে আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে আমিও অবাক হয়েছিলাম। যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ছয়টি ম্যাচের দিকে ফিরে দেখা যায়, তা হলে দেখা যাবে, আমরা আমাদের পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়িত করেছিলাম। আমি মনে করি এটা বিশ্বকাপের চাপ কিন্তু আমি কোনও অজুহাত দিতে চাই না।”
পাশাপাশি পাওয়ার কিন্তু বলেই দিচ্ছেন, বিশ্বকাপের মঞ্চে সিনিয়রদের বেশি দায়িত্ববোধ দেখানো উচিত। তিনি বলেন, “এটাই জ্বলে ওঠার সঠিক সময়। গত ছয় মাস ধরে এটার জন্যই আমরা পরিশ্রম করেছি। আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। নিউজিল্যান্ডেও বিশ্বকাপের আগেই খেলেছি। ফলে অনুশীলনের যথেষ্ট সুযোগ পেয়েছি আমরা। এখন সময় দলগত পারফরম্যান্স দেখানোর।”
আরও পড়ুন: Sachin Tendulkar: সচিনের কাছে বিশেষ অনুশীলনে স্বপ্নপূরণ কলকাতার খুদের
আরও পড়ুন: IPL 2022 LSG Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে নতুন দল লখনউয়ের সূচি
আরও পড়ুন: Cricket: বলে থুতু নিষিদ্ধ করা নিয়ে কী প্রতিক্রিয়া বল প্রস্তুতকারক সংস্থাগুলোর?