Mohammed Shami: সামির উপর রয়েছে কড়া নজর? ভারতীয় টিমের হাঁড়ির খবর ফাঁস করলেন মর্কেল
IND vs AUS, BGT: এ বারের বর্ডার-গাভাসকর ট্রফিতে কি খেলা হবে ভারতীয় তারকা পেসার মর্নি মর্কেলের? দিন দুয়েক পর শুরু হতে চলা পারথ টেস্টে যে তাঁকে দেখা যাবে না তা নিশ্চিত। তিনি অজি সফরের ভারতীয় স্কোয়াডে নেই। কিন্তু ফিট হয়ে মাঠে ফেরার পর অনেকেই বলছেন অজিদের বিরুদ্ধে তাঁকে এই সিরিজে নিশ্চয়ই দেখা যাবে।
কলকাতা: ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami) ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্যাচে বাংলার জার্সিতে তাঁকে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছে। এ বার সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির জন্য বাংলার স্কোয়াডে দেখা গিয়েছে তাঁর নাম। তিনি কি সত্যিই এ বারের বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলবেন? একশো শতাংশ ফিট ছিলেন না বলেই তাঁকে অজি সফরের ভারতীয় স্কোয়াডে রাখা হয়নি। পরবর্তীতে অবশ্য শোনা গিয়েছিল, শীঘ্রই তিনি উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। সামিকে নিয়ে কি ভাবছে ভারতীয় টিম? হাঁড়ির খবর ফাঁস করলেন বোলিং কোচ মর্নি মর্কেল।
মহম্মদ সামিকে নিয়ে কি ভাবছে ভারতীয় টিম? পারথ থেকে এক প্রেস কনফারেন্সে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন, ‘আমরা সামির উপর কড়া নজর রাখছি। ও এক বছর মাঠের বাইরে ছিল। ও যে আবার খেলছে, এটা আমাদের কাছে বিরাট ব্যাপার। আমরা সব সময় ওকে সমর্থন করার চেষ্টা করছি। ও একজন বিশ্বমানের বোলার। ওর সঙ্গে খুব নিবিড়ভাবে কাজ করা হচ্ছে। ওকে মাঠে ফিরতে দেখে খুব ভালো লাগছে। ওকে নিয়ে ধৈর্যশীল হতে হবে। লাল-বল, সাদা-বল, যে ফর্ম্যাটই হোক না কেন ওকে ছন্দ খুঁজে পেতে হবে। এবং নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে।’
এই খবরটিও পড়ুন
দিন দুয়েক পর শুরু হতে চলা পারথ টেস্টে যে সামিকে দেখা যাবে না তা নিশ্চিত। তিনি তো অজি সফরের ভারতীয় স্কোয়াডে নেই। কিন্তু ফিট হয়ে মাঠে ফেরার পর অনেকেই বলছেন, অজিদের বিরুদ্ধে তাঁকে এই সিরিজে নিশ্চয়ই দেখা যাবে। এ বার দেখার সত্যিই এই সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ডনের দেশ থেকে সামির জন্য ডাক পড়ে কিনা।