Rohit Sharma: ক্লিন বোল্ড ক্যাপ্টেন হিটম্যান, দেখতে দেখতে ১৩ বার সাউদির শিকার রোহিত
IND vs NZ 1st Test: ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের দ্বিতীয় দিন টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের ষষ্ঠ ওভার অবধি রানের গতিও কমই ছিল। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটিতে শুরুর ৬ ওভারে ওঠে মাত্র ৯ রান। এরপরই সপ্তম ওভারে টিম সাউদি (Tim Southee) তুলে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) উইকেট।
কলকাতা: বেঙ্গালুরু টেস্টে শুরু থেকেই ভারতীয় ক্রিকেটারদের চাপে ফেলছেন কিউয়ি ক্রিকেটাররা। ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্টের দ্বিতীয় দিন প্রথম থেকেই একেবারে আটোসাটো বোলিং করছিলেন টিম সাউদি, ম্যাট হেনরিরা। ষষ্ঠ ওভার অবধি রানের গতিও কমই ছিল। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটিতে শুরুর ৬ ওভারে ওঠে মাত্র ৯ রান। এরপরই সপ্তম ওভারে টিম সাউদি (Tim Southee) তুলে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) উইকেট। সাউদি ক্লিন বোল্ড করেন রোহিতকে। তাঁর ব্যাট ও প্যাডে অনেকটা গ্যাপ ছিল। সেখানেই বাজিমাত করেন সাউদি।
শুরু থেকেই স্বস্তিতে ছিলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। দেখতে দেখতে ১৬টা বল খেলেন, কিন্তু মাত্র ২ রান করে আউট হন। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে ১৩ বার রোহিতকে আউট করলেন টিম সাউদি। ভারতের গত দুটো টেস্ট দেখা হলে রোহিতের ব্যাট সেই অর্থে চলেনি। বাংলাদেশের বিরুদ্ধে চার ইনিংসে একটিও হাফসেঞ্চুরি করতে পারেননি ভারত অধিনায়ক। সর্বাধিক তাঁর স্কোর ছিল ২৩ রান। আজ, বেঙ্গালুরুতেও রোহিতের ব্যাটে রান এল না।
বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিন ভেস্তে গিয়েছিল। এরপর দ্বিতীয় দিন সময় মতো খেলা শুরু হয়। বেঙ্গালুরু টেস্টে ভারতের প্রথম ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে রোহিতকে ক্লিন বোল্ড করেন সাউদি। দলগত ৯ রানে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। একথা অস্বীকার করার জায়গা নেই যে, ম্যাচ শুরুর প্রথম ঘণ্টার মধ্য়েই রোহিতের বড় উইকেট হারিয়ে চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া।