Shubman Gill: আইসিইউতে গিল, BCCI জানাল ইডেন টেস্টে আর পাওয়া যাবে না শুভমনকে

India vs South Africa, 1st Test: ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে গিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রের খবর, ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

Shubman Gill: আইসিইউতে গিল, BCCI জানাল ইডেন টেস্টে আর পাওয়া যাবে না শুভমনকে
কেমন আছেন শুভমন গিল?Image Credit source: BCCI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 16, 2025 | 10:15 AM

কলকাতা: শনিবার থেকে বারে বারে যে আশঙ্কাটা করা হচ্ছিল, সেটাই ফলে গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টের (Eden Test) দ্বিতীয় দিন ঘাড়ে চোট পান ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। তারপর আর খেলতে পারেননি। মাঠ ছাড়েন। দিনের খেলার শেষে তাঁকে অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে সরাসরি দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়। মনিটরিংয়ের জন্য সিঙ্গল আইসিইউতে রাখা হয়েছে ভারত অধিনায়ক শুভমন গিলকে। বিসিসিআই তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ৩০ মিনিট আগে জানিয়ে দেয়, ইডেন টেস্টে আর শুভমন গিলকে পাওয়া যাবে না।

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে গিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রের খবর, ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেখানে দু’জন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, একজন নিউরোসার্জারি বিশেষজ্ঞ, একজন হৃদরোগ বিশেষজ্ঞ, একজন ক্রিটিক্যাল কেয়ার এবং একজন জেনারেল মেডিসিন বিশেষজ্ঞকে রাখা হয়েছে টিমে। হাসপাতালে আনার পর শুভমন গিলের MRI করা হয়। ভারত অধিনায়কের সঙ্গে তাঁর বাবা রয়েছেন হাসপাতালে।এক রাত তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা।

রবিবার সকালে শুভমন গিলের হেলথ আপডেট নিয়ে বিসিসিআই যে বিবৃতি দিয়েছে, তা হল – কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ে চোট পান ক্যাপ্টেন শুভমন গিল। দিনের খেলা শেষ হওয়ার পর তাঁকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। তিনি আর এই টেস্ট ম্যাচে আর অংশ নেবেন না। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।

আজ, রবিবার ফের হেলথ আপডেট পাওয়া গিয়েছে গিলের। গতকালের চেয়ে তাঁর আজ ব্যথা কম। এখন ঘাড় কিছুটা ঘোরাতে পারছেন। তবে আরও ২৪ ঘণ্টা তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকরা। অ্যাকিউট নেক পেইন হয়েছে শুভমনের। রবিবার ব্রেকফাস্ট করেছেন ভারত অধিনায়ক।