
কলকাতা: কঠিন প্রতিপক্ষ। তার থেকেও কঠিন পাল্টা দেওয়া। আরও কঠিন পাঁচ টেস্টের সিরিজ। এত কিছুর সঙ্গে যুঝতে হলে নির্দিষ্ট পরিকল্পনা দরকার। ওপেনিং থেকে মিডল অর্ডার, বোলিং অ্যাটাক সব নিয়েই থাকতে হবে ভাবনা। সেই কাজ শুরু হয়ে গিয়েছে। সিরিজে নেমে পড়ার আগে যেটা সবার আগে দরকার তা হল, পুরো টিমকে সঙ্ঘবদ্ধ করে তোলা। আর তাই কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ক্যাপ্টেন শুভমন গিল (Shubman Gill) দলকে তাতানোর কাজে নেমে পড়লেন।
বিসিসিআই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, টিম স্বাগত জানাচ্ছে সাই সুদর্শন, অর্শদীপ সিংকে। ৭ বছর পর টিমে ফেরা করুণ নায়ারকেও স্বাগত জানানো হয়েছে। সেখানেই গম্ভীর বলেছেন, ‘দু’রকম ভাবে এই পুরো সিরিজটাকে দেখতে হবে। প্রথমটা হল, আমরা দীর্ঘদিনের তিন অসাধারণ ক্রিকেটারকে ছাড়াই খেলব। আর দ্বিতীয়টা বলা যেতে পারে, দেশের সামনে নিজেকে তুলে ধরার এটা একটা দারুণ সুযোগ। এই টিমটার দিকে তাকালে আমি সাফল্যের খিদে, তাড়না, তাগিদ— সবই দেখতে পাচ্ছি। আমরা যদি আমাদের কমফোর্ট জ়োন থেকে বেরিয়ে আসতে পারি প্রতিটা সেশনে, প্রতি ঘণ্টা বা বলে, এই কঠিন সফরটাকেই চিরস্মরণীয় করে তুলতে পারি।’
Words that inspire 💬
𝗛𝘂𝗱𝗱𝗹𝗲 𝗧𝗮𝗹𝗸, 𝗳𝘁. 𝗛𝗲𝗮𝗱 𝗖𝗼𝗮𝗰𝗵 & 𝗖𝗮𝗽𝘁𝗮𝗶𝗻!#TeamIndia | #ENGvIND | @GautamGambhir | @ShubmanGill
Watch 🔽
— BCCI (@BCCI) June 12, 2025
গম্ভীরের মতোই শুভমনও বলেছেন, ‘চলো আমরা আমাদের প্রতিটা নেট সেশনে ঝাঁপাই, যাতে অসাধারণ প্রস্তুতি নিয়ে নামতে পারি। ম্যাচে নামার সময় যাতে খানিকটা বাড়তি চাপ নিতে পারি। এমন নয় যে, মাঠে নেমে আমরা টিকে থাকার চেষ্টা করব। আমরা যে স্টাইলে খেলতে অভ্যস্ত, চাপের মুখে সেটাই যেন তুলে ধরতে পারি। বোলার হোক আর ব্যাটার, চলো একটা লক্ষ্য নিয়ে খেলি সবাই মিলে।’