Indian Cricket: কেরিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সিরাজ, অবিশ্বাস্য পারফরম্যান্সেও নামলেন শুভমন গিল!

ICC Test Ranking: ক্যাপ্টেন শুভমন গিল, ওপেনার লোকেশ রাহুল-যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজারা ব্যাটিংয়ে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন। তেমনই বোলিংয়ে আলাদা করে বলতে হয় মহম্মদ সিরাজের কথা। এই সিরিজের বড় প্রাপ্তি সিরাজের পারফরম্যান্স।

Indian Cricket: কেরিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সিরাজ, অবিশ্বাস্য পারফরম্যান্সেও নামলেন শুভমন গিল!
Image Credit source: PTI

Aug 06, 2025 | 5:04 PM

ভারতীয় দলের ইংল্যান্ড সফর শেষ। সিরিজের শুরুটা হার দিয়ে হলেও শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স। তরুণ ব্রিগেড নিয়েও সিরিজ ড্র করেছে ভারত। ইংল্যান্ড সিরিজে একঝাঁক চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখা গিয়েছে। সেটা বোলিং-ব্যাটিং সব ক্ষেত্রেই। ক্যাপ্টেন শুভমন গিল, ওপেনার লোকেশ রাহুল-যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজারা ব্যাটিংয়ে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন। তেমনই বোলিংয়ে আলাদা করে বলতে হয় মহম্মদ সিরাজের কথা। এই সিরিজের বড় প্রাপ্তি সিরাজের পারফরম্যান্স। তার ছাপ পড়ল আইসিসি ক্রমতালিকাতেও। কেরিয়ার সেরা অবস্থান সিরাজের।

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে এ দিন প্রকাশিত আইসিসির টেস্ট ক্রমতালিকায় ব্যাপক উন্নতি হয়েছে সিরাজের। পাঁচ ম্যাচের এই সিরিজে সবকটিতেই খেলেছেন সিরাজ। বোলিং করেছেন প্রায় ১৮৭ ওভার। তাঁর ঝুলিতে ২৩ উইকেট। ১২ ধাপ উঠে কেরিয়ার সেরা ১৫ নম্বরে উঠে এসেছেন মহম্মদ সিরাজ। হতেই পারে, পরবর্তী সিরিজে সেরা দশেও ঢুকে পড়লেন সিরাজ। এই ধারাবাহিকতা বজায় রাখলে অবশ্যই সম্ভব। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা।

ব্যাটারদের মধ্যে ইংল্যান্ডে সবচেয়ে সফল শুভমন গিল। সিরিজে সাড়ে সাতশোর উপর রান করেছেন শুভমন। যদিও এত ভালো পারফরম্যান্সের পরও ক্রমতালিকায় ৪ ধাপ অবনতি হয়েছে তাঁর। টপ টেন থেকে ছিটকে ১৩ নম্বরে শুভমন গিল। তেমনই শেষ টেস্টে খেলতে না পারা ঋষভ পন্থ এক ধাপ নেমে অষ্টম স্থানে রয়েছেন। তিন ধাপ উঠেছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ওভালে শেষ টেস্টে দুরন্ত সেঞ্চুরি করা যশস্বী একমাত্র ব্যাটার হিসেবে টপ ফাইভে।