IPL 2025 RCB, Gautam Gambhir: আরসিবির সেলিব্রেশনে সমর্থকদের মৃত্যু নিয়ে ক্ষুব্ধ গম্ভীর যা বললেন…

IPL 2025 Champion RCB: অনেক সমর্থক এখনও চিকিৎসাধীন। এই ঘটনা পুরো দেশজুড়েই শোকের আবহ তৈরি করেছে। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর চূড়ান্ত হতাশ এবং ক্ষুব্ধ এই ঘটনায়। ইংল্যান্ড সফরের আগে নানা প্রশ্নের মাঝে এরও জবাব দিলেন গম্ভীর।

IPL 2025 RCB, Gautam Gambhir: আরসিবির সেলিব্রেশনে সমর্থকদের মৃত্যু নিয়ে ক্ষুব্ধ গম্ভীর যা বললেন...
Image Credit source: PTI

Jun 05, 2025 | 8:15 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সদ্য চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তার চেয়েও হতাশার ঘটনা হয়েছে টিমের সেলিব্রেশনে। গত কাল, অর্থাৎ বুধবার আরসিবির বিজয় মিছিল কার্যত মৃত্যু মিছিলে পরিণত হয়েছে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জন সমর্থকের। আহতর সংখ্যা প্রায় ৫০। অনেক সমর্থক এখনও চিকিৎসাধীন। এই ঘটনা পুরো দেশজুড়েই শোকের আবহ তৈরি করেছে। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর চূড়ান্ত হতাশ এবং ক্ষুব্ধ এই ঘটনায়। ইংল্যান্ড সফরের আগে নানা প্রশ্নের মাঝে এরও জবাব দিলেন গম্ভীর।

ভারতীয় দলের হেড কোচ নিজে ক্যাপ্টেন হিসেবে দু-বার চ্যাম্পিয়ন করেছেন কলকাতা নাইট রাইডার্সকে। শুধু তাই নয়, ২০২৪ সালে কেকেআরের মেন্টর হিসেবে ফিরেছিলেন গৌতম গম্ভীর। তিনি ফিরতেই দীর্ঘ ১০ বছর পর ফের ট্রফি জেতে কেকেআর। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দলের ফ্যান বেস কি বেড়েছে? সে কারণেই কি এমন মর্মান্তিক ঘটনা? এর জন্য দায়ী কে? এমন নানা প্রশ্নের উত্তর দিলেন গম্ভীর।

টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর বলেন, ‘আমি কখনোই এমন ওপেন মিছিলের পক্ষে নই। বন্ধ স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখে সেটা করা যেতে পারে। আমরা সকলেই দায়ী। ফ্যান বেস বেড়েছে কি না, সেটা পরের প্রশ্ন। প্রত্যেকটা জীবনের দাম রয়েছে। সমর্থকরা উচ্ছ্বাস করবেই। যখন খেলতাম, এমনকি এখনও রোড শো-য়ে বিশ্বাস করি না। ট্রফি জেতা জরুরি, সেলিব্রেশনও। কিন্তু কারও প্রাণের বিনিময়ে নয়। আমি নির্দিষ্ট করে কাউকে দায়ী করছি না। দেশের প্রত্য়েকটা নাগরিকের দায়িত্ব। আগে সুরক্ষা।’