IND vs SL ভিডিয়ো: প্রথম ওয়ান ডে-তে ভাইস ক্যাপ্টেন, এ বার বোলিংয়ে ক্যাপ্টেন রোহিত শর্মাও
India vs Sri Lanka ODI Series: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সারপ্রাইজ দিয়েছিলেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে স্লগ ওভারে রিয়ান পরাগকে বোলিংয়ে এনেছিলেন টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্য। সেই পরিকল্পনা কাজে লেগেছিল। শেষ টি-টোয়েন্টিতে আরও বড় সারপ্রাইজ। শেষ দু-ওভারে শ্রীলঙ্কার মাত্র ৯ রান প্রয়োজন ছিল। সেখান থেকে শ্রীলঙ্কার জয় যেন সময়ের অপেক্ষা।
প্রথম ম্যাচ টাই হওয়ার পরই একটা প্রশ্ন উঠছিল। পার্টটাইম বোলিং অপশন বাড়ানো উচিত কিনা। শ্রীলঙ্কা অধিনায়ক চরিত আসালঙ্কা নিয়মিত বোলার নন। তবে স্পিন সহায়ক পিচে পেসারদের দিয়ে মাত্র ১০ ওভার বোলিং করান। নিজে বোলিং করেন ৯.৫ ওভার। স্পেলের শেষ ওভারে পরপর উইকেট নিয়ে ম্যাচ টাই করেন আসালঙ্কা। শ্রীলঙ্কা যে পরিস্থিতিতে ছিল, সেখান টাই করা আসলে শ্রীলঙ্কার কাছে নৈতিক জয়ই। ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের মধ্যে গত ম্যাচে বোলিং করানো হয় শুভমন গিলকে দিয়ে। মাত্র ১ ওভার বোলিং করেছিলেন। শুভমনের ওভারে এসেছিল ১৪ রান। ম্যাচের পরই বোলিং কোচ সাইরাজ বাহুতুলে পরিষ্কার করে দেন, টপ অর্ডার ব্যাটারদেরও বোলিংয়ের পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। সেটাই দেখা গেল দ্বিতীয় ওয়ান ডে-তে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সারপ্রাইজ দিয়েছিলেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে স্লগ ওভারে রিয়ান পরাগকে বোলিংয়ে এনেছিলেন টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্য। সেই পরিকল্পনা কাজে লেগেছিল। শেষ টি-টোয়েন্টিতে আরও বড় সারপ্রাইজ। শেষ দু-ওভারে শ্রীলঙ্কার মাত্র ৯ রান প্রয়োজন ছিল। সেখান থেকে শ্রীলঙ্কার জয় যেন সময়ের অপেক্ষা। সিরাজের ওভার বাকি থাকলেও ১৯তম ওভারে রিঙ্কু সিংকে বোলিংয়ে আনেন সূর্য। শেষ ওভারে নিজে বোলিং করেন। দু-জনে দু-ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন। সেখান থেকে ম্যাচ সুপার ওভারে গড়ায়। ভারতের বোলিং কোচের কথায় যেন পরিষ্কার বার্তা ছিল সিনিয়রদের প্রতিও।
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তেও স্পিন সহায়ক পিচ। শ্রীলঙ্কা একাদশে মাত্র এক পেসার। ভারত দুই পেসার খেলাচ্ছে। ফলে পার্টটাইম স্পিনার থাকলে সুবিধাই হয়। প্রথম ওয়ান ডে-তে ভাইস ক্যাপ্টেন শুভমন গিল মাত্র ১ ওভার বোলিং করেছিলেন। দ্বিতীয় ম্যাচে বল হাতে রোহিত শর্মা। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে শেষ বার এই ফরম্যাটে খেলেছিলেন রোহিত-বিরাটরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রোহিত, বিরাট, সূর্যরা বোলিং করেছিলেন। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলিংয়ে রোহিত। ২ ওভারের স্পেলে ১১ রান দেন অধিনায়ক।
এই ম্যাচে বোলিং করতে পারেন রোহিত তার আভাস ছিলই। ওয়ার্ম আপে তাঁকে বোলিং করতে দেখা যায়। ওডিআইতে ৯টি উইকেটও রয়েছে তাঁর। এমনকি আইপিএলে হ্যাটট্রিকও।
𝗛𝗜𝗧 with the bat, 𝗛𝗜𝗧 with the ball 👊
Watch the action from #SLvIND LIVE now on Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 & Sony Sports Ten 5 📺#SonySportsNetwork #SLvIND #TeamIndia #RohitSharma | @ImRo45 pic.twitter.com/jhKqbnFGFt
— Sony Sports Network (@SonySportsNetwk) August 4, 2024