AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: কোন সিরিজে ফিরবেন মহম্মদ সামি? বাংলাদেশকে পাত্তাই দিচ্ছেন না!

Mohammed Shami on Comeback: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নিয়েছিলেন। চোটের জন্য বাইরে মহম্মদ সামি। ক্রমশ ফিট হয়ে উঠছেন। নেটে বোলিংও শুরু করে দিয়েছেন। তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন নিশ্চিত নয়। সামি অবশ্য টার্গেট সেট করে নিয়েছেন। বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। কী বলছেন ভারতের তারকা পেসার?

Mohammed Shami: কোন সিরিজে ফিরবেন মহম্মদ সামি? বাংলাদেশকে পাত্তাই দিচ্ছেন না!
Image Credit: INSTAGRAM
| Updated on: Jul 22, 2024 | 7:55 PM
Share

ঘরের মাঠে গত বছর ওয়ান ডে বিশ্বকাপে শেষ বার খেলেছিলেন। যদিও বিশ্বকাপের শুরু থেকে খেলার সুযোগ পাননি মহম্মদ সামি। ভারতের চতুর্থ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে যান। এরপর একাদশে জায়গা মেলে সামির। দুর্দান্ত পারফর্ম করেছিলেন। বিশেষ করে বলতে হয় সেমিফাইনালের কথা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নিয়েছিলেন। চোটের জন্য বাইরে মহম্মদ সামি। ক্রমশ ফিট হয়ে উঠছেন। নেটে বোলিংও শুরু করে দিয়েছেন। তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন নিশ্চিত নয়। সামি অবশ্য টার্গেট সেট করে নিয়েছেন। বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। কী বলছেন ভারতের তারকা পেসার?

কয়েক দিন পরই ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। এরপরই ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪টি টি-টোয়েন্টির পরই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে পাঁচটি টেস্ট রয়েছে। এর মধ্যে একটি গোলাপি বলে দিন রাতের টেস্ট।

ইউটিউবে শুভঙ্কর মিশ্রর অনুষ্ঠানে মহম্মদ সামি বলেন, ‘আমার সবসময় টার্গেট থাকে বড় টিমের সঙ্গে খেলা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলা বেশি পছন্দ করি।’ এরপরই হেসে বলেন, ‘ছোট টিমের সঙ্গে খেলার চেয়ে সেই সময় চেষ্টা করি রিকোভারির।’ তাঁর এই মন্তব্য থেকে যেন আন্দাজ করা যায়, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ টার্গেটই নয়। বরং নিউজিল্যান্ড সিরিজই পাখির চোখ। একান্তই সেই সিরিজে না হলে অস্ট্রেলিয়া সফর। তিনি মাঠে নামার প্রস্তুতি নেবেন। বাকিটা নির্ভর করছে নতুন কোচ গৌতম গম্ভীর ও দল নির্বাচকদের উপর।