
এজবাস্টনে চলছে ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। শুরুটা একেবারেই মন্দ বলা যায় না। তবে এই ম্যাচ নিয়ে নয়, বরং ড্রেসিংরুমের মজার কাহিনি নিয়েই আলোচনা। নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে ভারতীয় ক্রিকেটারদের নানা মজার মুহূর্ত। আর এই শো-তেই জানা গেল, ভারতীয় দলের জামাইবাবুর গল্প।
কপিল শর্মার শো-র তৃতীয় সিজনও পছন্দের হয়ে উঠেছে। তৃতীয় এপিসোডের প্রোমো প্রকাশ্যে এসেছে। সেই এপিসোডে থাকছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরও। এ ছাড়াও ঋষভ পন্থ, অভিষেক শর্মা, যুজবেন্দ্র চাহালদেরও দেখা যাবে। নেটফ্লিক্সের তরফে একটি প্রোমো ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে-এভাবেই বাউন্ডারি পার হবে এই সুপারস্টার ক্রিকেটারদের সঙ্গে। প্রোমো আসার পরই আগ্রহ তুঙ্গে। দেখা গিয়েছে, কপিল শর্মাকে চাপে ফেলছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরও।
নানা মজার মুহূর্ত যে অপেক্ষা করছে, এ বিষয়ে সন্দেহ নেই। ইতিমধ্য়েই তার ঝলক পাওয়া গিয়েছে। এখানেই একটা অংশে ক্রিকেটারদের জিজ্ঞেস করা হয়, ভারতীয় দলে সবচেয়ে বেশি অভিযোগ কে করেন? সেই ‘জামাইবাবু’ কে? উত্তরে ঋষভ পন্থ তারকা পেসার মহম্মদ সামির কথা বলেন। পন্থের উত্তরের পরই গৌতম গম্ভীর যোগ করেন, ‘জামাইবাবু দু-বছর ঘরে ফেরেননি।’