AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni-Messi: ধোনি অনেকটা মেসির মতো… কে করলেন এমন দাবি?

১৯৮৩ সালের পর যাঁর হাত ধরে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তিনি আর কেউ নন, লিওনেল মেসি (Lionel Messi)। যিনি বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরার আসনে বসে পড়েছেন। ক্রিকেটে তেমন যদি কাউকে বাছতে হয়, কাকে বসানো হবে সিংহাসনে? মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম করলেন এক প্রাক্তন।

MS Dhoni-Messi: ধোনি অনেকটা মেসির মতো... কে করলেন এমন দাবি?
MS Dhoni-Messi: ধোনি অনেকটা মেসির মতো... কে করলেন এমন দাবি?
Follow Us:
| Updated on: Apr 16, 2025 | 7:53 PM

কলকাতা: ওই একই রকম ঠান্ডা মাথা। ফোকাসড। মাঠের নায়ক। টিমম্যান। বিপদসঙ্কুল পরিস্থিতিতে পরিত্রাতা। এমন দলকে এক সুতোয় বেঁধে রাখার মতো চরিত্র। ফুটবল মাঠে তিনিই সেরা উদাহরণ। ১৯৮৩ সালের পর যাঁর হাত ধরে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তিনি আর কেউ নন, লিওনেল মেসি (Lionel Messi)। যিনি বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরার আসনে বসে পড়েছেন। ক্রিকেটে তেমন যদি কাউকে বাছতে হয়, কাকে বসানো হবে সিংহাসনে? মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম করলেন এক প্রাক্তন।

আইপিএলের মধ্যেই ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার এক পডকাস্টে উপস্থিত হয়েছিলেন। সেখানে আর সবার মতো ধোনির ক্যাপ্টেন্সি স্টাইল নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। সব কিছু ছাপিয়ে গিয়ে ভুবনেশ্বর সেই শোতে উল্লেখ করছেন, ম্যাচে ধোনির লিডারশিপ, ঠান্ডা মাথা, টিমকে অনুপ্রাণিত করা, দল পরিচালন ক্ষমতার জন্য অন্য সবার থেকে অনেক উপরে থাকবেন তিনি। কনুইয়ের চোটের কারণে ঋতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে মাহিকে। উইকেটকিপিং দক্ষতার কথাও ভুবি উল্লেখ করেছেন। মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন থাকাকালীন ভারতীয় দলে অভিষেক হয়েছিল ভুবনেশ্বরের। ভুবি পডকাস্টে বলেছেন। তাঁর প্রিয় ফুটবলার মেসি। সেই মেসিরই ছায়া দেখতেপান ধোনির মধ্যে।

ভুবনেশ্বর কুমার বলেছেন, “আমি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তাই ওকে খুব ভালো করে চিনি। ওর সঙ্গে সময় কাটানো খুব মজার। আমি মেসিকে টিভিতে দেখেছি। মেসির সঙ্গে আমি মাহি ভাইয়ের অনেক মিল খুঁজে পাই।” এতেই শেষ নয়, ভুবি একই সঙ্গে বলেছেন, “উইকেটরক্ষকের (উইকেট তোলার ক্ষেত্রে) একটা বড় ভূমিকা থাকে ম্যাচে। যখন একজন কিপার কিপিং করে, তখন তার সব দিকই নজর থাকে। ধোনি এত বছর ধরে এই স্তরে অধিনায়কত্ব করছে। তাই ও জানে, বল কোথায় যাওয়ার সম্ভাবনা কতটা। ও জানে, একজন বোলারের লাইন এবং লেন্থ কী হওয়া উচিত। যে কারণে এত ভালো ফিল্ডিং সাজাতে পারে ধোনিভাই।”