কলকাতা: হঠাৎ করেই যেন তিনি জাতীয় দলে ব্রাত্য হয়ে গেলেন। কেন হলেন? হাজারো প্রশ্ন মনে হয়তো তাঁর উঁকিও দেয়। কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেন না। হয়তো নীরব থেকেই নিজের ক্ষোভকে বেরিয়ে যেতে দেন। কথা হচ্ছে ভারতের হয়ে ওডিআইতে ১২১টি উইকেট নেওয়া তারকা বোলার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) নিয়ে। দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে যুজির ঝুলিতে রয়েছে ৯৬টি উইকেট। ভারতের হয়ে শেষবার তিনি খেলেছিলেন ২০২৩ সালের ১৩ অগস্ট। তারপর থেকে আর টিম ইন্ডিয়ার নীল জার্সিতে চাহালকে দেখা যায়নি। দেশের এক প্রাক্তন ক্রিকেটার এ বার চাহালের কেরিয়ার নষ্ট হওয়ার জন্য তোপ দেগেছেন ভারতীয় বোর্ডকে।
সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে। তাতে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। শুধু তাই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ সিরিজের জন্যও ভারতীয় টিমে সুযোগ পাননি তিনি। এরপরই দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া প্রশ্ন তুলেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের দিকে। প্রসঙ্গত, চাহাল বিজয় হাজারে ট্রফির টিমেও সুযোগ পাননি।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘যুজবেন্দ্র চাহাল সম্পূর্ণ ভাবে শেষ হয়ে গিয়েছে। ওর ফাইলটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না কেন এমনটা করা হল। এটা সত্যিই একটা অবাক করার মতো বিষয়। ২০২৩ সালের জানুয়ারিতে ও শেষ ওডিআই ম্যাচ খেলেছিল। ফলে সেটা প্রায় ২ বছর আগে। ওর পরিসংখ্যান কিন্তু যথেষ্ট ভালো। ও প্রচুর উইকেট নিয়েছে এবং ক্রমাগত ভালো পারফর্মও করছিল।’
সেখানেই না থেমে আকাশ চোপড়া আরও বলেন, ‘যেহেতু প্রায় ২ বছর হয়ে গিয়েছে ও জাতীয় দলে সুযোগ পায়নি তাই এই ফাইলটা এখন বন্ধ বলা যায়। ওর জন্য এখন কোনও জায়গা নেই দলে। এ বার হঠাৎ করে ওকে মেন ইন ব্লু-তে সুযোগ দিলে তখন সেই সিদ্ধান্তের জন্য পস্তাতে হবে।’