India Tour of South Africa: চোটে বাদ জাডেজা-গিল-অক্ষর, দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা ভারতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 08, 2021 | 9:12 PM

দক্ষিণ আফ্রিকায় ভারত কখনও জিততে পারেনি। রাবাডা-নর্টজেদের দেশে তিনটে টেস্ট খেলতে হবে কোহলিব্রিগেডকে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ভারত পরপর দুটো সিরিজ জেতায় আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে রয়েছে। সেই কারণেই সিনিয়র-জুনিয়র মিশিয়ে একটা টিম বাছা হল।

India Tour of South Africa: চোটে বাদ জাডেজা-গিল-অক্ষর, দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা ভারতের
India Tour of South Africa: চোটে বাদ জাডেজা-গিল-অক্ষর, দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা ভারতের

Follow Us

নয়াদিল্লি: ফর্ম যতই চিন্তা বাড়াক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane), চেতেশ্বর পূজারায় (Cheteshwar Pujara) ভরসা রাখল নির্বাচকমণ্ডলী। অস্ট্রেলিয়া (Australia) সফরের পর এই দু’জনই ছন্দে নেই। বড় রান এদের ব্যাটে দেখা যায়নি। তাই দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরের আগে এই দুই ক্রিকেটার ভারতীয় দলে থাকবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল। এর মধ্যে রাহানে আবার মুম্বই টেস্টের সময় চোটের কারণে দল থেকে বাদ পড়েন। ফলে তাঁকে নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। কিন্তু এই দুই সিনিয়রে আস্থা রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল সাজাল বিসিসিআই (BCCI)। নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণার কথা ছিল। কথামতোই ১৮ সদস্যের দল ঘোষণা করল সৌরভের বোর্ড।

রাহানে থাকলেন। রাহানে দুশ্চিন্তাতেও থাকলেন। ব্যাটসম্যান রাহানে ভারতীয় টিমের অংশ থাকছেন ঠিকই কিন্তু দল পরিচালন সমিতি থেকে তাঁকে বাদ দেওয়া হল। সহকারী অধিনায়ক হিসেবে তাঁর জায়গায় এ বার দেখা যাবে রোহিত শর্মাকে। এটা কী ঘুরিয়ে বোর্ড ইঙ্গিত দিল যে, ধারাবাহিকভাবে যদি খারাপ ফর্মের মধ্যে দিয়ে চলেন তা হলে টিম থেকেও বাদ পড়তে পারেন?

দক্ষিণ আফ্রিকায় ভারত কখনও জিততে পারেনি। রাবাডা-নর্টজেদের দেশে তিনটে টেস্ট খেলতে হবে কোহলিব্রিগেডকে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ভারত পরপর দুটো সিরিজ জেতায় আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে রয়েছে। সেই কারণেই সিনিয়র-জুনিয়র মিশিয়ে একটা টিম বাছা হল। যে টিমে চমক সেই অর্থে কিছু নেই। ভারতের যে দল টেস্টে খেলছে সেই মূল টিমের সঙ্গে খুব একটা পার্থক্য নেই। তবে চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই রবীন্দ্র জাডেজা, শুভমন গিল, অক্ষর প্যাটেল ও রাহুল চাহার। দুই সফল বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেলের দলে না থাকাটা ভারতীয় দলের কাছে একটা বড়সড় ধাক্কাই বলা চলে। কারণ, বলের পাশাপাশি ব্যাট হাতেও জাডেজা-অক্ষর কিন্তু বেশ সফল।

দঃ আফ্রিকা সফরে এক নজরে ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক) , রোহিত শর্মা (সহ অধিনায়ক) মায়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার) , ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব , ইশান্ত শর্মা , মহম্মদ সামি , উমেশ যাদব , জশপ্রীত বুমরা , শার্দুল ঠাকুর এবং মহম্মদ সিরাজ।

স্ট্যান্ড বাই প্লেয়ার- নভদীপ সাইনি, সৌরভ কুমার, আর্জান নাগওয়াসওয়ালা।

আরও পড়ুন: ICC Test Rankings: ২ নম্বরে উঠে এলেন অশ্বিন, ৩০ ধাপ এগোলেন মায়াঙ্ক

আরও পড়ুন: Team India Captain: বিরাট বিদায়, ওয়ান ডে-তেও রোহিত যুগ শুরু

Next Article
ICC Test Rankings: ২ নম্বরে উঠে এলেন অশ্বিন, ৩০ ধাপ এগোলেন মায়াঙ্ক
IPL 2022: ‘আমার কেরিয়ারে বড় অবদান রয়েছে ধোনির’, বললেন ব্র্যাভো