India vs West Indies 2023 Schedule : রোহিতদের পূর্ণাঙ্গ ওয়েস্ট ইন্ডিজ সফর, জেনে নিন বিস্তারিত সূচি
Indian Cricket Team : সফরে দুটি টেস্ট ৩টি ওডিআই এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সফরে এই দুটি টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের অন্তর্ভূক্ত। সব কিছুর মাঝে লক্ষ্য থাকবে বিশ্বকাপ প্রস্তুতির।
মুম্বই : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দু-বার ফাইনালে উঠেছিল ভারতীয় দল। গত বারের মতো এ বারও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অপেক্ষা ঘরের মাঠে ওডিআই ক্রিকেট বিশ্বকাপের। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ। তার আগে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে ভারতীয় দলের। পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ও শুরু হচ্ছে ভারতের। সব কিছুর মাঝে লক্ষ্য থাকবে বিশ্বকাপ প্রস্তুতির। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হতাশা ভুলে এ বার ওয়েস্ট ইন্ডিজ সফরে মন ভারতীয় দলের। ক্যারিবিয়ানে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। সফরে দুটি টেস্ট ৩টি ওডিআই এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সফরে এই দুটি টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের অন্তর্ভূক্ত। সফরে আরও একটি মাইলফলকে নজর থাকবে। ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শততম টেস্ট হতে চলেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল ২০২৩-২০২৫। তার প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবে ভারত। ১২-১৬ জুলাই ডমিনিকায় প্রথম টেস্ট। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট ২০-২৪ জুলাই। ত্রিনিদাদের এই ম্যাচটিই ভারত-ওয়েস্ট ইন্ডিজের শততম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভ বলেন, ‘পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। এর মধ্যে উল্লেখযোগ্য দিক, কুইন্স পার্ক ওভালে ভার-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট খেলতে নামছে। দু-দেশের মধ্যে ঐতিহাসিক ক্রিকেট সম্পর্কের এই ম্যাচের জন্য প্রস্তুত কুইন্স পার্ক ওভাল।’
? NEWS ?
2️⃣ Tests 3️⃣ ODIs 5️⃣ T20Is
Here’s the schedule of India’s Tour of West Indies ?#TeamIndia | #WIvIND pic.twitter.com/U7qwSBzg84
— BCCI (@BCCI) June 12, 2023
টেস্ট সিরিজের পর রয়েছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম ম্যাচটি ২৭ জুলাই বার্বাডোজে। দ্বিতীয় ম্যাচটিও একই মাঠে ২৯ জুলাই। ১ অগস্ট সিরিজের শেষ ম্যাচ ত্রিনিদাদে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। টেস্ট, ওডিআই সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩-১৩ অগস্ট গায়ানা এবং ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি এবং ফ্লোরিডায় হবে টি-টোয়েন্টি ম্যাচ গুলি।