IND vs NZ: দলীপেও ছিল গ্রিনটপ, পিচ পরিকল্পনাই বুমেরাং হল ভারতের!

Nov 03, 2024 | 9:18 PM

India vs New Zealand 3rd Test: স্বাভাবিক ভাবেই টার্গেট ফাইনালের হ্যাটট্রিক। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ভারতের অঙ্ক আরও সহজ হয়। কিন্তু কেন উইলিয়ামসনহীন নিউজিল্যান্ডের কাছেও এমন হাল হবে, এটা যেন প্রত্যাশা করেননি কেউই। উঠে আসছে পিচ প্রসঙ্গও।

IND vs NZ: দলীপেও ছিল গ্রিনটপ, পিচ পরিকল্পনাই বুমেরাং হল ভারতের!
Image Credit source: PTI

Follow Us

পিচ এবং পরিকল্পনা। এটাই কি বুমেরাং হল? প্রশ্ন উঠতে বাধ্য। গত বছরের চিত্রটা যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। ঘরের মাঠে পাঁচটি টেস্টের আগে থেকেই এর পরিকল্পনা চলছিল। শুধু তাই নয়, পরিকল্পনায় যুক্ত ছিল অস্ট্রেলিয়া সফরও। একসঙ্গে দশ ম্যাচের একটা দীর্ঘমেয়াদী পথ। অঙ্ক ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। স্বাভাবিক ভাবেই টার্গেট ফাইনালের হ্যাটট্রিক। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ভারতের অঙ্ক আরও সহজ হয়। কিন্তু কেন উইলিয়ামসনহীন নিউজিল্যান্ডের কাছেও এমন হাল হবে, এটা যেন প্রত্যাশা করেননি কেউই। উঠে আসছে পিচ প্রসঙ্গও।

ভারতের পেস বোলিং আক্রমণ এবং বেঞ্চ খুবই শক্তিশালী। দেশে-বিদেশে সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পেস অ্যাটাক। বাংলাদেশ সিরিজ শুরুর আগে দলীপ ট্রফি হয়েছে। টেস্ট স্কোয়াডের অনেকেই খেলেছেন দলীপ ট্রফির প্রথম রাউন্ডে। যাঁরা অস্ট্রেলিয়া সফরের প্রাথমিক ভাবনায় ছিলেন, তাঁদেরও দলীপে খেলানো হয়েছিল। দুই ভেনু বেঙ্গালুরু ও অনন্তপুরে ছিল সবুজ, পেস ও বাউন্সি পিচ। বাংলাদেশের বিরুদ্ধেও তেমন পিচেই খেলেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে পুরোপুরি পেস সহায়ক পিচ না হলেও ব়্যাঙ্কটার্নার ছিল না। হঠাৎ পুনে থেকে প্ল্যান বদল!

এই খবরটিও পড়ুন

ভারতীয় ব্যাটারদের যে স্পিনের বিরুদ্ধে সমস্যা রয়েছে শ্রীলঙ্কা সফরেই তা পরিষ্কার। ওয়ান ডে সিরিজে হেরেছিল ভারত। এর প্রধান কারণ ছিল স্পিন সামলাতে না পারা। শ্রীলঙ্কার পার্টটাইম স্পিনারও বেগ দিয়েছে ভারতীয় ব্যাটারদের। তা হলে পুনেতে কেন হঠাৎ স্পিন সহায়ক পিচ? সেখানে ভরাডুবির পর ওয়াংখেড়েতে সরাসরি ব়্যাঙ্কটার্নার! ম্যাচের প্রথম দিন থেকেই স্পিনাররা টার্ন পাচ্ছিলেন। যা বুমেরাং হয়েছে ভারতীয় ব্যাটিংয়েই। আড়াই দিনেই হার। অস্ট্রেলিয়ায় থাকবে পেস সহায়ক পিচ। এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তার জন্য আদৌ প্রস্তুত তো ভারতীয় ব্যাটাররা!

Next Article