AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni-Rishabh Pant: ইংল্যান্ডে ধোনির রেকর্ডে চোখ ঋষভ পন্থের! কী নজির রয়েছে মাহির?

India Tour Of England: স্কোয়াড বাছাইয়ের সময় সে কথা বলেছিল টিম ম্যানেজমেন্ট। কথাটা অবশ্য ভুল নয়। তেমনই ব্যক্তিগত ভাবেও পন্থের দিকে বাড়তি নজর থাকবে। আর পন্থের নজরে গুরু মহেন্দ্র সিং ধোনির কীর্তিতে! কী সেই রেকর্ড?

MS Dhoni-Rishabh Pant: ইংল্যান্ডে ধোনির রেকর্ডে চোখ ঋষভ পন্থের! কী নজির রয়েছে মাহির?
Image Credit source: Getty Images/PTI
Follow Us:
| Updated on: Jun 15, 2025 | 8:17 PM

টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ম্যাচ উইনার ঋষভ পন্থ। গত কয়েক বছরে বারবার তা প্রমাণ করেছেন এই কিপার ব্যাটার। তবে এ বার আরও কঠিন পরীক্ষা। ইংল্যান্ডের মাটিতে সিরিজ। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুই সিনিয়র নেই। ক্যাপ্টেন্সি করবেন শুভমন গিল। তাঁর ডেপুটি করা হয়েছে ঋষভ পন্থকে। কিপিং-ব্যাটিং এবং ক্যাপ্টেন্সি। ঋষভ পন্থের কাঁধে অনেক বড় দায়িত্ব। কিপাররা ভালো ফিল্ড প্লেসমেন্ট করতে পারেন, সে কারণেই পন্থকে ডেপুটি করা হয়েছে। স্কোয়াড বাছাইয়ের সময় সে কথা বলেছিল টিম ম্যানেজমেন্ট। কথাটা অবশ্য ভুল নয়। তেমনই ব্যক্তিগত ভাবেও পন্থের দিকে বাড়তি নজর থাকবে। আর পন্থের নজরে গুরু মহেন্দ্র সিং ধোনির কীর্তিতে! কী সেই রেকর্ড?

ইংল্যান্ডে সফরকারী কিপার-ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের নজির রয়েছে মহেন্দ্র সিং ধোনির। তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই তালিকায় ধোনিই শুধু নন, অস্ট্রেলিয়ার রডনি মার্শ, দক্ষিণ আফ্রিকার জন ওয়েট, অস্ট্রেলিয়ার ইয়ান হিলি, ওয়েস্ট ইন্ডিজের জেফ দুঁজো এবং ভারতের আর এক কিপার ব্যাটার ফারুক ইঞ্জিনিয়ারও রয়েছেন। এরপর রয়েছেন ঋষভ পন্থ। তাঁর কাছে অবশ্য দুর্দান্ত সুযোগ রয়েছে এই কিংবদন্তিদের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনিকেও ছাপিয়ে যাওয়ার।

ইংল্যান্ডের মাটিতে সফরকারী কিপার-ব্যাটারদের মধ্যে রানের নিরিখে শীর্ষে ধোনি। ২৩ ইনিংসে তিনি করেছেন ৭৭৮ রান। ব্যাটিং গড় ৩৭.০৪। ইংল্যান্ডের মাটিতে ঋষভ পন্থ ১৭ ইনিংসে করেছেন ৫৫৬ রান। ব্যাটিং গড় প্রায় ৩৩। দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি রয়েছে। এই সফরে ভারত পাঁচটি টেস্ট খেলবে। অর্থাৎ সর্বাধিক ১০ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ আসতে পারে ঋষভ পন্থের কাছে। ধোনিকে ছাপিয়ে যেতে পন্থকে করতে হবে আরও ২২৩ রান। এই সফরেও রেকর্ড ভাঙা সম্ভব বলেই মনে করা হচ্ছে।