IPL 2025 Retention: আইপিএল রিটেনশন ধামাকার পর ১০ টিমের পার্সে রইল কত টাকা?

Oct 31, 2024 | 10:18 PM

পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এই দুই ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। সবচেয়ে কম, মাত্র ২ জন ক্রিকেটার ধরে রেখেছে পঞ্জাব কিংস।

IPL 2025 Retention: আইপিএল রিটেনশন ধামাকার পর ১০ টিমের পার্সে রইল কত টাকা?
IPL 2025 Retention: আইপিএল রিটেনশন ধামাকার পর ১০ টিমের পার্সে রইল কত টাকা?
Image Credit source: X

Follow Us

কলকাতা: আইপিএল রিটেনশন (IPL Retention) নিয়ে সকল প্রতীক্ষার অবসান হয়েছে। আজ, বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১০ ফ্র্যাঞ্চাইজি রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলের মতো ক্যাপ্টেনদের ছেড়ে দিল তাঁদের ফ্র্যাঞ্চাইজি। এ বার এই তারকা ক্রিকেটাররা নিলামে উঠবেন। পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এই দুই ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। সবচেয়ে কম, মাত্র ২ জন ক্রিকেটার ধরে রেখেছে পঞ্জাব কিংস। যার ফলে পঞ্জাবের পার্সে সবচেয়ে বেশি টাকা থেকে গেল। জানেন সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে নামবে কোন দল? এক ঝলকে দেখে নিন আইপিএল রিটেনশনের পর কোন দলের পার্সে রইল কত টাকা?

আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে প্লেয়ার রিটেন করার পর কত টাকা রইল?

  1. পঞ্জাব কিংস – ১১০.৫০ কোটি টাকা
  2. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ৮৩ কোটি টাকা
  3. দিল্লি ক্যাপিটালস – ৭৩ কোটি টাকা
  4. লখনউ সুপার জায়ান্টস – ৬৯ কোটি টাকা
  5. গুজরাট টাইটান্স – ৬৯ কোটি টাকা
  6. চেন্নাই সুপার কিংস – ৫৫ কোটি
  7. কলকাতা নাইট রাইডার্স – ৫১ কোটি টাকা
  8. সানরাইজার্স হায়দরাবাদ – ৪৫ কোটি টাকা
  9. মুম্বই ইন্ডিয়ান্স – ৪৫ কোটি টাকা
  10. রাজস্থান রয়্যালস – ৪১ কোটি টাকা

 

Next Article