কলকাতা: আইপিএল রিটেনশন (IPL Retention) নিয়ে সকল প্রতীক্ষার অবসান হয়েছে। আজ, বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১০ ফ্র্যাঞ্চাইজি রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলের মতো ক্যাপ্টেনদের ছেড়ে দিল তাঁদের ফ্র্যাঞ্চাইজি। এ বার এই তারকা ক্রিকেটাররা নিলামে উঠবেন। পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এই দুই ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। সবচেয়ে কম, মাত্র ২ জন ক্রিকেটার ধরে রেখেছে পঞ্জাব কিংস। যার ফলে পঞ্জাবের পার্সে সবচেয়ে বেশি টাকা থেকে গেল। জানেন সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে নামবে কোন দল? এক ঝলকে দেখে নিন আইপিএল রিটেনশনের পর কোন দলের পার্সে রইল কত টাকা?
আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে প্লেয়ার রিটেন করার পর কত টাকা রইল?
কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এই দুটো টিম যেহেতু আইপিএল রিটেনশনে ৬ জন করে ক্রিকেটার ধরে রেখেছে, তাই তাদের কাছে নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করার সুযোগ থাকবে না। ফলে এই দুটো টিমের দিকে নিলামে বাড়তি নজর থাকবে, যে কোন কোন ক্রিকেটারকে ফোকাস করবে তারা।