IPL 2022 DC vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ
এ বারের আইপিএলে দিল্লি এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে। দিল্লির থেকে একটা বেশি ম্যাচে খেলেছে পঞ্জাব।
মুম্বই: আগামীকাল, বুধবার আইপিএল-১৫-এর (IPL 2022) ৩২তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)। এ বারের আইপিএলে দিল্লি এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে। এবং তার মধ্যে ২টিতে জয় ও ৩টিতে হারের মুখ দেখেছেন পৃথ্বী শ-রা। দিল্লির নেট রান রেট +০.২১৯। দিল্লির থেকে একটা বেশি ম্যাচে খেলেছে পঞ্জাব। তার মধ্যে প্রীতির দল ৩টি ম্যাচে জিতেছেন এবং ৩টিতে হেরেছেন। পঞ্জাবের নেট রান রেট +০.১০৯। তবে সবকিছুর মধ্যে দিল্লি শিবিরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। ফলে পঞ্জাবের বিরুদ্ধে বুধবার পন্থদের ম্যাচ হবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ও পঞ্জাব। যার মধ্যে ১৩ বার জিতেছে দিল্লি। আর ১৫ বার জিতেছে পঞ্জাব।
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কবে হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচটি (২০ এপ্রিল) আগামীকাল, বুধবার হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কোথায় হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।
পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।
আরও পড়ুন: IPL 2022: কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনকে দারুণ সার্টিফিকেট দিলেন কে?