IPL 2022: ধোনির যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছেন কে? বিতর্ক তুলে দিলেন হরভজন

MS Dhoni: পর পর তিন ম্যাচে হার। চেন্নাইয়ের হাল এত খারাপ কেন? কোথায় সমস্যা? তুলে ধরলেন সিএসকেরই এক প্রাক্তন ক্রিকেটার। তিনি কিন্তু দেখিয়ে দিচ্ছেন, কেন পারছে না চেন্নাই।

IPL 2022: ধোনির যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছেন কে? বিতর্ক তুলে দিলেন হরভজন
এক ফ্রেমে অতীত ও বর্তমান। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2022 | 5:19 PM

মুম্বই: যতই ক্যাপ্টেন বদলাক, চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখ এখনও থেকে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিই। আইপিএল (IPL 2022) শুরুর দু’দিন আগে নেতৃত্ব থেকে সরে গিয়েছেন ধোনি। নতুন ক্যাপ্টেন হিসেবে তুলে ধরা হয়েছে রবীন্দ্র জাডেজাকে (Ravinder Jadeja)। যতই ফর্মে থাকুন জাডেজা, তিনি কি শুধুই টস করার জন্য মাঠে নামেন, এমনই প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে। ম্যাচের অধিকাংশ সময় দেখা যায়, সার্কেলের বাইরে, বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছেন জাডেজা। আর উইকেটের পিছনে দাঁড়িয়ে বোলারদের টিপস দিচ্ছেন, ফিল্ডিং সেট করছেন ধোনিই। তা হলে ক্যাপ্টেন বদলে কি লাভ হল, এই প্রশ্ন উঠছে। তার থেকেও বড় কথা হল, জাডেজা আদৌ ক্যাপ্টেন হওয়ার যোগ্য কিনা, তাও নিয়েও কথা উঠছে। গত বারের চ্যাম্পিয়ন টিম এ বারের আইপিএলে প্রথম তিনটে ম্যাচেই হেরে গিয়েছে। লিগ টেবলের ৯-এ দাঁড়িয়ে এখন সিএসকে। পরিস্থিতি যখন জটিল, তখন চেন্নাইয়েই খেলা এক ক্রিকেটার কিন্তু বলে দিচ্ছেন, ধোনির যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছেন জাডেজা।

যিনি এ সব বলছেন, তিনি কে? হরভজন সিং। ভাজ্জির সোজা কথা, ‘আমার তো মনে হচ্ছে, ধোনি এখনও চেন্নাইয়ের ক্যাপ্টেন। ম্যাচের সময় যখন জাডেজার দিকে তাকাই, দেখি ও সার্কেলের বাইরে ফিল্ডিং করছে। কেউ যদি এমন করে, সে কিন্তু টিম পরিচালনা করতে পারে না। কোনও কিছুই নিয়ন্ত্রণে রাখা যায় না। যত সময় যাচ্ছে, ধোনির মাথা ব্যথার কারণ হয়ে উঠছে জাডেজা। ফিল্ডিং সাজানো থেকে শুরু করে সব কিছুই করতে হচ্ছে ধোনিকে। জাডেজা নিজের ভারটা চাপিয়ে দিচ্ছে ধোনির কাঁধে।’

পর পর তিনটে ম্যাচ হারলেও চেন্নাই ছন্দে ফিরবে, এমনই আশা ভাজ্জির। ‘ক্যাপ্টেন জাডেজা যাই হোক না কেন, সব মিলিয়ে জাডেডা অনেক আত্মবিশ্বাসী। ব্যাটিং, বোলিংয়ের ওর স্কিল নিয়ে বরাবরের মতোই অবিশ্বাস্য। ক্যাপ্টেন হিসেবে ওকে নিজেকে প্রমাণ করতে হবে। এটা নিয়েও কোনও সন্দেহ নেই যে, ও এমন ক্রিকেটার, যার উপর বিনিয়োগ করা যায়। ওকেও কিছুটা সময় দিতে হবে। ধীরে ধীরে উন্নতি করতে পারবে। ধোনিই এই মরসুমে ক্যাপ্টেন জাডেজাকে অনেকটা সাহায্য করতে পারবে।’

বোলিং যে এ বার সিএসকের দুর্বলতম জায়গা, তা নিয়ে এক মত ভাজ্জি। ‘সিএসকের বোলিং কিন্তু একেবারে ভালো লাগছে না। সেই সঙ্গে ব্যাটিংয়ের মানও কিছুটা বাড়াতে হবে।’ চেন্নাই এই মুহূর্তে যে চাপে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেখান থেকে বেরিয়ে আসার জন্য ধোনি-জাডেজাই পথ দেখানোর চেষ্টা করছেন চেন্নাইকে।

আরও পড়ুন : Vinod Rai Book: ‘শৃঙ্খলাপরায়ণ’ কুম্বলের কোচিংয়ে ভয় পেয়ে যাচ্ছে তরুণরা, বলেছিলেন বিরাট