IPL 2022 LSG vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 06, 2022 | 1:02 PM

রবিবার আইপিএলের ম্যাচে মুখোমুখি রাহুলের লখনউ ও রোহিতের মুম্বই।

IPL 2022 LSG vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ
IPL 2022 LSG vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ

Follow Us

মুম্বই: আগামীকাল, রবিবার আইপিএল-১৫-এর (IPL 2022) ৩৭তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এ বারের আইপিএলে লখনউ ও মুম্বই এখনও অবধি ৭টি করে ম্যাচে খেলেছে। এ বারের আইপিএলের নতুন দল লখনউ যার মধ্যে ৪ ম্যাচে জিতেছে ও ৩ ম্যাচে জায়ান্টসদের হারতে হয়েছে। অন্যদিকে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন চলতি আইপিএলে এখনও অবধি একটা ম্যাচেও জিততে পারেনি। ৭ ম্যাচের ৭টিতে হেরে একবারে বেহাল দশা মুম্বইয়ের। লিগ টেবলের ১০ নম্বরে কোনও পয়েন্ট না নিয়ে রীতিমতো ধুঁকছে মায়ানগরীর দল। আইপিএলের ইতিহাসে এ রকম জঘন্য রেকর্ড আর কোনও দলের নেই। ফলে আগামীকাল ওয়াংখেড়েতে কোন দল ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কবে হবে?

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি (২৪ এপ্রিল) আগামীকাল, রবিবার হবে।

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।

আরও পড়ুন: No-ball Controversy in IPL 2022: নো-বল বিতর্কে বিরাট জরিমানা পন্থ-শার্দূলের, কোচ আমরে এক ম্যাচ নির্বাসিত

আরও পড়ুন: IPL 2022: হরভজনের মতে আসন্ন টি-২০ বিশ্বকাপে পন্থের জায়গা নিতে পারেন কোন ক্রিকেটার?

আরও পড়ুন: IPL 2022: পিঙ্ক আর্মির কাছে হেরে নো বল বিতর্ক নিয়ে মুখ খুললেন দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ

Next Article
No-ball Controversy in IPL 2022: নো-বল বিতর্কে বিরাট জরিমানা পন্থ-শার্দূলের, কোচ আমরে এক ম্যাচ নির্বাসিত
LSG vs MI IPL 2022 Match Prediction: সচিনের জন্মদিনে প্রথম জয় চান রোহিতরা