IPL 2022 MI vs CSK Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ

বৃহস্পতিবার আইপিএল-১৫-র (IPL 2022) ৩৩তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।

IPL 2022 MI vs CSK Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ
আইপিএলে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2022 | 6:00 PM

মুম্বই: আগামীকাল, বৃহস্পতিবার আইপিএল-১৫-র (IPL 2022) ৩৩তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই এবং চার বারের আইপিএল বিজয়ী দল চেন্নাই ৬ টি করে ম্যাচে খেলেছে। কিন্তু একটা ম্যাচেও জেতেননি সূর্যকুমার যাদবরা। তবে আরসিবিকে এক ম্যাচে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছিলেন ধোনিরা। কিন্তু পরের ম্যাচেই আবার হেরে বসে ইয়েলোব্রিগেড। দুই দলের কাছেই আগামীকাল সুযোগ থাকবে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার। চেন্নাই জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে চার। আর মুম্বই জিতলে মরসুমের প্রথম জয়ের খুশিতে ভাসবে মুম্বই শিবির। তাদের পয়েন্ট হবে ২।

হেড টু হেডে নজর রাখলে দেখা যায় এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ৩২ বার মুখোমুখি হয়েছে মুম্বই-চেন্নাই। পরিসংখ্যানগত দিক দিয়ে এগিয়ে রয়েছে মুম্বই। কারণ অতীতে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৯ বার জিতেছে মুম্বই। আর চেন্নাইয়ের জয় ১৩টি ম্যাচে। তবে এ বারের পরিস্থিতি আলাদা। আইপিএলের সব থেকে সফল দুটো দলই জয় না পেয়ে লিগ টেবলের শেষের দুটো জায়গায় ধুঁকছে। ফলে বিশেষ নজর রাখতে হবে আগামীকালের ম্যাচে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কবে হবে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি (২১ এপ্রিল) আগামীকাল, বৃহস্পতিবার হবে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কোথায় হবে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

আরও পড়ুন: BREAKING: করোনার কবলে টিম সিফার্ট, পঞ্জাবের বিরুদ্ধে দিল্লির ম্যাচ ঘিরে সংশয়

আরও পড়ুন:  IPL: আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ও চূড়ান্ত ব্যর্থ ১০ প্লেয়ার

আরও পড়ুন: IPL 2022 Orange Cap: আরসিবির পঞ্চম জয়ে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে অধিনায়ক ফাফ দু’প্লেসিও